Posts

শিশু পার্কের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করলো এনসিটিএফ কক্সবাজার।

তাহমিনা আলম : ২৮ অক্টোবর,কক্সবাজারে শিশু পার্ক স্থাপণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ),কক্সবাজার।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কক্সবাজার এনসিটিএফ এর পত্রিকা ‘ দরিয়া নগর’ প্রথম সংখ্যায় ২০০৭ সালে শিশু পার্ক স্থাপণের গুরুর কথা তুলে ধরা হয়েছিলো।এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন মহলের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে এবং কক্সবাজারের সরকারি বেসরকারি সুধীজন শিশুদের সাথে একাত্মতা প্রকাশ করেন ।কিন্তু দুঃখের বিষয়,কক্সবাজারের শিশুসহ সর্বস্তরের মানুষের এই দাবিটি পূরণে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি ।কক্সবাজারের জেলা প্রশাসক আলি হোসাইন বলেন,সীমাবদ্ধতা নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে এতদিন কক্সবাজারে শিশু পার্ক নির্মাণে উদ্যোগ নেয়া হয় নি ।ইতোমধ্যে কক্সবাজারে শিশু পার্ক স্থাপণের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি ।গত ২৮ অক্টোবর, বিকাল ০৪ টায় এনসিটিএফ কক্সবাজার জেলা কমিটি কক্সবাজার জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ কক্সবাজার সভাপতি বশির উল আলম ইয়ূথ ভলান্টিয়ার নার্গিস আকতার রনি এবং হালিমা বেগম,শাহিন,তাহমিনা আলম,সাঈদ হোসাইন হৃদয় প্রমুখ।

সাম্প্রতিক শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এনসিটিএফ কক্সবাজারের মৌন প্রতিকী অবস্থান

শিশু রাজন, রাকিব, রবিউল হত্যা সহ সকল শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে এনসিটিএফ কক্সবাজার এর আহ্বানে শিশুদের মৌন প্রতিকী অবস্থান।
সারা দেশের মানুষের সাতে একাত্ততা করে শিশু রাজন, রাকিব, রবিউল হত্যা সহ সকল শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিশুদের মৌন প্রতিকী অবস্থান কর্মসূচী পালন করেছে কক্সবাজার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর শিশুরা। গত ১০ আগস্ট রোজ সোমবার সকাল  ১১.০০ ঘটিকায় শিশু হত্যা ও নির্যাতনের বিভিন্ন শ্লোগান “শিশু হত্যার বিচার চাই, শিশুদের সর্বোচ্চা নিরাপত্তা নিশ্চিত করুন” এমন অনেক পোষ্টার নিয়ে শিশুরা কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান নেয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা অবস্থান কর্মসূচীতে শিশুরা তাদের পোষ্টার লিখনির মাধ্যমে এসব শিশু হত্যা ও নির্যাতনের গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাথে তারা এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং কর্মস্থলসহ সকল স্তরে শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
এনসিটিএফ কর্তৃক আয়োজিত উক্ত মৌন প্রতিবাদ কর্মসূচিতে এনসিটিএফ, কর্মজীবী, ওর্য়াল্ড ভিশন, ককসবাজার ক্রিকেট একাডেমিসহ সকল স্তরের প্রায় শতাধিক শিশু এবং অসংখ্য সচেতন অভিভাবক অংশগ্রহন করে।