Posts

Children celebrate victory day

A quiz competition organized at Shimulia High School Savar in Dhaka on 16 December to observe victory day. School NCTF members organized different event including cultural program and competition with the support of teachers.


বিজয় দিবসে এনসিটিএফ এর কুইজ প্রতিযোগিতা

ফারজানা ইয়াসমিনঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর ঢাকার সাভারের শিমুলিয়া এসপি উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “কুইজ প্রতিযোগিতার” আয়োজন করে। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল “এনসিটিএফ ও আমাদের বিদ্যালয়।”

এনসিটিএফ সদস্যরা সহকারী শিক্ষক মোঃ মাসুদ আল নূর এর সহযোগিতায় প্রশ্নপত্র তৈরি করে। পরে অংশগ্রহণকারী সকলকে ১টি করে প্রশ্নপত্র ও কলম দেয়া হয়।নির্ধারিত সময় শেষে প্রশ্নপত্র জমা নিয়ে শিক্ষকের নিকট জমা দেয়া হয়। প্রশ্নপত্র মূল্যায়ন করে সহকারী শিক্ষক নিখিল চক্রবর্তী ও সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন।কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আম্বিয়া, ২য় নহাফিজুল, ৩য় স্থান অধিকার করে- আনিকা। তারা তিনজনই ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বিজয় দিবস অনুষ্ঠানে আরও ছিল কবিতা আবৃত্তি, গান, নাচ, কৌতুক রচনা প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য‘নাগরদোলার’ ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি এনসিটিএফ কী, এর লক্ষ্য উদ্দেশ্য ও আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশিপ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের বিজয় দিবস অনুষ্ঠানে এনসিটিএফ কে এরকম একটি প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়ায় বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

গাজীরচট স্কুল এন্ড কলেজে এনসিটিএফ নির্বাচন

ফারজানা ইয়াসমিনঃ  গত ৫ ডিসেম্বর ঢাকার সাভারের গাজীরচট স্কুল এনসিটিএফ এর সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে প্রত্যক্ষ নির্বচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। ২০১৪ সাল থেকে গাজীরচট স্কুল এন্ড কলেজে আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশিপ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের শুরুতে এনসিটিএফ এর সংবিধান অনুযায়ী অত্র স্কুলে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অধিকাংশ সদস্য এস.এস.সি পরীক্ষার্থী হওয়ায় এনসিটিএফ এর কার্যক্রমে তারা নিয়মিতভাবে অংশগ্রহন করতে পারে না। এনসিটিএফ মাসিক সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। আর এই নির্বাচন প্রক্রিয়ায় সার্বক্ষনিক উপস্থিত ছিলেন গাজীরচট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও দুইজন সহকারী শিক্ষক। এনসিটিএফ কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য, বিগত এক বছরে স্কুল পর্যায়ে কি ধরণের কাজ বাস্তবায়ন করেছে তা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন এনসিটিএফ  পুরাতন স্কুল কমিটি। নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেন সিআরপি শাহেদ রূপম ও ফিল্ড ফ্যাসিলিটেটর কস্তরী বেগম।

নির্বাচন শেষে স্কুলটির অধ্যক্ষ কমিটির নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এনসিটিএফ এর কার্যক্রম অত্যন্ত চমৎকার। তিনি নতুন কমিটির সদস্যদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার আহ্বান জানান। স্কুলের সার্বিক ওয়াশ ব্যবস্থা উন্নয়নে এনসিটিএফ এর ভূমিকার প্রশংসা করেন। তিনি এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করেন।

 

 

 

 

 

 

 

 

এনসিটিএফ ঢাকা জেলার শিশুদের মুখোমুখি সংলাপ

শাওনঃ  ১১ সেপ্টেম্বর, শুক্রবার ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) ঢাকা জেলার উদ্যোগে মিরপুর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সংলাপ ২০১৫।অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার শির্ক্ষাথীদের  অংশগ্রহণে  এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল আবেদিন, ঢাকা জেলার ডেপুটি কমিশনার (শিক্ষা ও প্রযুক্তি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক তারেক উজ্জামান। আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার ফারুক আলম খান, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মীর রেজাউল করিম, এনসিটিএফ’র কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শিশুরা অতিথীদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের ভাবনা ও বক্তব্য তুলে ধরেন। শিশুদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি নাজমুল আবেদিন বলেন ‘শিশুরা যে তাদের সমস্যা নিজেরাই তুলে ধরেছেন এতে আমি অনেক খুশি হয়েছি।

এজন্য আমি তাদের স্বাগতম জানাই। তিনি আরও বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির সহজ মাধ্যমে যে কেউ আমাদের কাছে সকল সমস্যা জানাতে পারেন ফোন, এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে। তার মতে ২০ বছর পরে যখন আজকের শিশুরা দেশকে নেতৃত্ব দেবে তখন বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। আসলে সকল সমস্যাই একটি অন্যটির সাথে জড়িত। তাই  সর্ব প্রথম নিজেদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তবেই অন্যান্য সমস্যার সমাধান হবে। এছাড়াও তিনি শিশুদের কথা দেন যে তাদের সমস্যাগুলো নিয়ে ওপর মহলের সাথে আলোচনা করবেন।

এনসিটিএফ ঢাকা জেলার রায়ের বাজার কমিটি গঠন

ন্যশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ঢাকা জেলার অধীনে রায়ের বাজার কমিটি গঠন। আজ ৯ই সেপ্টেম্বর রাজধানীর রায়ের বাজারে সেভ দ্যা চিলড্রেন এর ‘শিশুদের জন্য’ কর্মসুচির অধীনে শিশুদের অংশগ্রহনে সকাল ১০টা থেকে দিন ব্যাপী এনসিটিএফ রায়েরবাজার কমিটি গঠন এর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ রায়বাজার কমিটির নির্বাচন পরিচালনায় ছিলেন এনসিটিএফ ঢাকা জেলা কার্যনির্বাহি কমিটির সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা এবং সাধারন সম্পাদক সৈকত হাসান শাওন এবং তাদের সার্বিক সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জান্নাতুল ইসলাম রাহাদ এবং মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও নির্বাচন পরিদর্শক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ও সেভ দ্যা চিলড্রেন এর কর্মকর্তাগন।এনসিটিএফ রায়েরবাজারের ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটিকে শপথ গ্রহন ও দায়িত্ব অর্পন অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা। নব-নির্বাচিত কমিটি আগামী দুই বছরের মেয়াদে কাজ করবেন।

NCTF Dhaka CRC Perticipate Alternative Report Sharing Workshop

NCTF Dhaka Committee Participated sharing workshop on recommendations of CRC alternative report with children. The workshop was held 7th May at ASK conference room Lalmatia Dhaka.

NCTF Dhaka district committee completed monthly meeting for April.

 

Istiaque Ahmed Shawon: NCTF Dhaka district committee completed their monthly meeting for the month of April on 24th April 2015 at 10 am at BSA, Dhaka office. In that meeting, representatives from NCTF Savar Upazila committee were presented. NCTF Dhaka district committee informed about the present activities of Upazila committee and school committees. Upazila committee’s representatives got an idea of NCTF Dhaka district committee’s present and recent activities and about their achievement. Two representatives form Upazial committee will participate in Dhaka district committee’s monthly meeting. It’s been collaboration and sharing session for both of the committee members. NCTF Dhaka district committee displayed their recent publication to the Upazila committee member and offered their newsletter. Upazila committee members also discussed on their existing problem regarding child rights at their school and community level. They also showed their interested to publish newsletter from their committee. They invited Dhaka district committee’s members to join in their monthly meeting regularly.

NCTF Savar Upazila committee holds their first monthly meeting

Istiaque Ahmed Shawon: NCTF Savar Upazila committee holds their first monthly meeting on 17th April at Village Education Resources Center (VERC) office, Savar, Dhaka. All the member except secretary general of executive committee were presented at the meeting. In the meeting committee discussed on how to increase integration among all the schools, how to arrange more self-initiatives activities at school level, how to monitoring WASH situation at their schools and how their finding could be raised at national level. Committee prepared their yearly action plan for the current year on that day. Two member from this committee will join in the monthly meeting of NCTF Dhaka district committee bi-monthly. In that meeting representatives from Save the Children, Village Education Resources Center (VERC), parents of NCTF members were presented in the meeting.