Posts

Planning meeting to monitor situation

Children are aware about their rights and to improve child rights situation National Children’s Task Force Narsingdi decided to organize a press conference which is going to be held on 28 December, 2015 . They (NCTF) also discussed about upcoming District Committee election in their general monthly meeting on 21,December 2015.


 

জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ :আজ এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্যকরী কমিটির সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা।

আজকের সভায় নরসিংদীতে শিশু অধিকার পরিস্থিতির  উপর সংবাদ সম্মেলন ও রেলী করার ব্যাপারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংবাদ সম্মেলন এর সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর ধার্য করা হয়। এবং সংবাদ সম্মেলন এর আগের প্রস্তূতিসভা ও আসন্ন জেলা কার্যকরী কমিটির নির্বাচনের প্রস্তূতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় ।

 

NCTF raise concern for health facilities

NCTF members visited Government Mohamad Ali Hospital in Bogra on 2 December 2015. They submitted a written complain to Dr. Moammad Akbar, Director of Hospital, after their monitoring visit .Different problems including lack of bed, food and treatment by trainee nurse were the major problem identified through this visit. In addition unhygienic environment and more other irregularities observed in the children ward. The director promised NCTF to take the possible action to remove the problem.


বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ বগুড়া

০২ ডিসেম্বর বুধবার বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া।হাসপাতালের শিশু ওয়ার্ডে এনসিটিএফ টিমের কাছে রোগীরা বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরে।

শিশু ওয়ার্ডে বরাদ্দকৃত বেডের সংখ্যা মাত্র ২০। তারা অভিযোগ করেন শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে বেড পায় এমন রোগীর সংখ্যা খুবই কম। কমপক্ষে ১-২ দিন বারান্দায় কিংবা ওয়ার্ডের মেঝেতে থাকার পর বেড নিতে হয় তাদের।অদক্ষ শিক্ষানবিশ নার্সদের দিয়ে শিশুদের বিভিন্ন ইঞ্জেকশন থেকে শুরু করে ক্যানোলা সহ বিভিন্ন সেবা দেয়া হয়।ওয়ার্ডের ভিতরে বেডের আশেপাশে এবং বারান্দায় অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে অবস্থা দেখা যায়। ওয়ার্ডে ও বিভিন্ন বেডে বিড়ালের বিচরণ ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।তারা অভিযোগ করেন রাতের খাবার বিকেল ৫টায় দেয়া হয় যা পরবর্তী সকালের দেয়া খাবারের সাথে ১৫ ঘন্টার ব্যবধান হয়ে যায়।

পরে এসব অভিযোগগুলো লিখিত আকারে হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শেখ মোঃ আবরাব হোসেন এর কাছে তুলে ধরে এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।কিছু অভিযোগ শিকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, এবং এনসিটিএফ এর এমন কাজকে সাধুবাদ জানান হাসপাতালটির তত্বাবধায়ক।

জয়পুরহাট জেলা এনসিটিএফ এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে শিশু সচেতনতা বিষয়ক কার্যক্রম

সালেহুর রহমান সজিবঃ ৫ই অক্টোবর সোমবার  সকাল ১১টায়  এনসিটিএফ জয়পুরহাট এবং জয়পুরহাট জেলা পুলিশ  এর যৌথ উদ্যোগে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসা এবং জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মাদক, শিশু শ্রম ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার, এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার এবং জেলা শিশু সংগঠককে এনসিটিএফ মাদ্রসা কমিটি ও জেলা কমিটির ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার জয়পুরহাট।সভাপতিত্ব করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল মতিন ।অপর দিকে  জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব আব্দুল মোতালেব মন্ডল।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এসপি অশোক কুমার পা্‌ল, জেলা সংগঠক উমা রানী দাস,তেঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেবাকা সুলতানা এবং এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত বৃষ্টি ।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতার প্রথমেই সকল শিক্ষার্থীদের শিশু শ্রম ও মাদক সেবন কারীদের একটি ভিডিও দেখান ।এরপর বলেন- “তোমরা শিশুরাই পারো দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। তাই তোমরা কখনো ধর্ম,অর্থ বা লিঙ্গের কারণে ভেদাভেদ তৈরি করো না। মাদক, শিশুশ্রম ও বাল্যবিবাহ জঘন্য অপরাধ যা দেশের নৈতিক সামাজিক, অর্থনৈতিক, ও স্বাস্থ্যগত অবক্ষয়ের সৃষ্টি করে। আর এসব অপরাধ থেকে বের হতে পারলে আমাদের দেশ খুবই দ্রুত এগিয়ে যাবে। তোমরা একেক জন ছাত্র একেকটি আলোক বর্তিকা। তাই তোমরা তোমাদের পরিবারে সমাজে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করো এবং একটি সুস্থ সমৃদ্ধ দেশ গড়তে দায়িত্ব পালন করো। জয়পুরহাট জেলা পুলিশ সবসময় তোমাদের পাশে থাকবে।এরপর তিনি শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মাঝে পুলিশ সেবাসহ বিভিন্ন শিশু সচেতনতা  তথ্য ভিত্তিক ক্লাশ রুটিন বিতরণ করা হয় ।সেই সাথে এনসিটিএফ জয়পুরহাট জেলার উদ্যেগে  বাল্য বিবাহ ও শিশু নির্যাতন রোধে নির্দিষ্ট হটলাইন চালু করা হয়।

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

Submission of Memorandum to turn Shisu Academy into Child Bureau

Jaouadul Karim Jishan: ON 1st October 2015 National Children’s Task Force (NCTF) Bogra submitted memorandum to the honorable state minister of Child Ministry through Deputy Commissioner of Bogra. The memorandum was sign by the children and guardians. All NCTF committee members were present  there at the time of submission of memorandum.


 

শিশু একাডেমিকে শিশু বিষয়ক অধিদপ্তর করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

জাওয়াদুল করিম জীসানঃ০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায়  বাংলাদেশ শিশু একাডেমীকে “ শিশু বিষয়ক অধিদপ্তর ” এ রুপান্তর করণের দাবী জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্র্রনালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বগুড়া মহোদয়ের কাছে শিশু ও অভিভাবকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃখোরশেদ আলম।এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান,শিশু সাংবাদিক পারমিতা ভট্টাচার্য্য স্বর্না, শিশু সাংসদ নূর জাহান পুষ্প, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সেতু এবং জেলা ভলান্টিয়ার মোহনা আক্তার।