Posts

জয়পুরহাটে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তাপস খানঃ  এনসিটিএফ জয়পুরহাটের তত্বাবধানে ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পড়িয়ে দেয়া হয়।ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, ঢাকার দীপ্ত শিখা সংগঠনের প্রতিনিধি নিউ বি কষ্টা, এনসিটিএফ জয়পুরহাটের সাবেক সভাপতি শিশু সংগঠক আল আমীন হিরা, মোঃ সারেহুর রহমান সজিব, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সদস্য মাহমুদুল হাসান মুন্না, আবাবিল হোসেন উপস্থিত ছিলেন।

এনসিটিএফ জয়পুরহাটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

তাপস খানঃ৭ জানুয়ারী এনসিটিএফ কমিটির সদস্যদের নিয়ে জয়পুরহাট শিশু একাডেমীতে জেলা সংগঠক উমা রাণী দাসের উপস্থিতিতে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভা চলছে

বার্ষিক সাধারণ সভা চলছে

সভার প্রথমে সভাপতি মোঃ সালেহুর রহমান সজিব বিগত ২০১৪-১৫ সালের কর্মপরিকল্পনা এবং পরিকল্পনার বাহিরে যে সকল কাজ করা হয়েছে সেগুলো উপস্থিত সবার মাঝে তুলে ধরে। এরপরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের জন্য তৈরীকৃত কর্মপরিকল্পনা সবার মাঝে পরে শোনানো হয় এবং কোন কাজের জন্য কি পদ্ধতি এবং কার সাহায্য নিলে কাজটি করা যাবে সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়। ২ ঘন্টা বাপি চলমান অনুষ্ঠানে সবাই সবার নিজস্ব মতবাদ ব্যাক্ত করেন।

পরে জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করার লক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলার সভাপিত রাজা চৌধুরী ও দৈনিক জনকণ্ঠ জয়পুরহাট জেলার নিজস্ব সংবাদদাতা তপন কুমার খাঁ। সদস্য হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ সালেহুর রহমান সজিব।

জেলা কমিটি নির্বাচনে ভোটারদের একাংশ

জেলা কমিটি নির্বাচনে ভোটারদের একাংশ

পোলিং এজেন্ট ছিলেন সাবেক দুই সভাপতি আল আমীন হিরা ও ইশতিয়াক আহমেদ। সার্বিক সহযোগীতা করেন জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ ও বৃষ্টি দাস। ভোটের শুরুতেই ভোটার লিষ্ট অনুযায়ী এক এক জন ব্যালট পেপার সংগ্রহ করে অন্য একটি ঘরে গিয়ে তার নিজস্ব ভোট প্রদান করে ব্যালট বক্স এ জমা দেয়। দীর্ঘ এক ঘন্টা ব্যাপি চলে ভোট গ্রহন অনুষ্ঠান। জেলা সংগঠক উমা রানী দাসের উপস্থিতিতে ভোট গ্রহন ও গননা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়।

 

জয়পুরহাট জেলা এনসিটিএফ এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে শিশু সচেতনতা বিষয়ক কার্যক্রম

সালেহুর রহমান সজিবঃ ৫ই অক্টোবর সোমবার  সকাল ১১টায়  এনসিটিএফ জয়পুরহাট এবং জয়পুরহাট জেলা পুলিশ  এর যৌথ উদ্যোগে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসা এবং জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মাদক, শিশু শ্রম ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার, এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার এবং জেলা শিশু সংগঠককে এনসিটিএফ মাদ্রসা কমিটি ও জেলা কমিটির ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার জয়পুরহাট।সভাপতিত্ব করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল মতিন ।অপর দিকে  জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব আব্দুল মোতালেব মন্ডল।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এসপি অশোক কুমার পা্‌ল, জেলা সংগঠক উমা রানী দাস,তেঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেবাকা সুলতানা এবং এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত বৃষ্টি ।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতার প্রথমেই সকল শিক্ষার্থীদের শিশু শ্রম ও মাদক সেবন কারীদের একটি ভিডিও দেখান ।এরপর বলেন- “তোমরা শিশুরাই পারো দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। তাই তোমরা কখনো ধর্ম,অর্থ বা লিঙ্গের কারণে ভেদাভেদ তৈরি করো না। মাদক, শিশুশ্রম ও বাল্যবিবাহ জঘন্য অপরাধ যা দেশের নৈতিক সামাজিক, অর্থনৈতিক, ও স্বাস্থ্যগত অবক্ষয়ের সৃষ্টি করে। আর এসব অপরাধ থেকে বের হতে পারলে আমাদের দেশ খুবই দ্রুত এগিয়ে যাবে। তোমরা একেক জন ছাত্র একেকটি আলোক বর্তিকা। তাই তোমরা তোমাদের পরিবারে সমাজে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করো এবং একটি সুস্থ সমৃদ্ধ দেশ গড়তে দায়িত্ব পালন করো। জয়পুরহাট জেলা পুলিশ সবসময় তোমাদের পাশে থাকবে।এরপর তিনি শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মাঝে পুলিশ সেবাসহ বিভিন্ন শিশু সচেতনতা  তথ্য ভিত্তিক ক্লাশ রুটিন বিতরণ করা হয় ।সেই সাথে এনসিটিএফ জয়পুরহাট জেলার উদ্যেগে  বাল্য বিবাহ ও শিশু নির্যাতন রোধে নির্দিষ্ট হটলাইন চালু করা হয়।

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় এনসিটিএফ টিম

সালেহুর রহমান সজীবঃ জয়পুরহাট এনসিটিএফ এর আগষ্ট মাসের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৩ আগষ্ট এনসিটিএফ জেলা নির্বাহী কমিটির সভাপতি সালেহুর রহমান সজীব, জেলা দুই ভলান্টিয়ার এবং সাবেক সভাপতি আল আমীন হিরা সহ ৬জন বিশিষ্ট একটি টিম জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসায় গিয়ে জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি সালেহুর রহমান সজিবকে মাদ্রাসা কমিটির সভাপতি করে ১১জন সদস্যের মাদ্রাসা কমিটি গঠন করা হয়। এই সময় এনসিটিএফের পক্ষ থেকে নোটিশ বোর্ড এবং মাদ্রাসার প্রধান অধ্যক্ষের হাতে নিউজ বক্স তুলে দেওয়া হয়। দীর্ঘ দেড় ঘন্টা অবস্থান করে এনসিটিএফ সম্পর্কে অবহিত করেন এবং সবশেষে ১১ সদস্যের একটি মাদ্রাসা কমিটি গঠন করে। তার আগে শিশু একাডেমী ভবনে জেলা সংগঠক উমা রানী দাসকে (ম্যাডাম) এনসিটিএফ সভাপতি আমাদের গল্প এবং শিশু অধিকার সনদের (নতুন সংস্করন) বই হাতে তুলে দেন।

জয়পুরহাট সদর হাসপাতাল পরিদর্শনে এনসিটিএফ

গত ৬ জুলাই সোমবার জয়পুরহাট এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও শিশু গবেষক এবং কেন্দ্রীয় কোর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সালেহুর রহমান সজিব, শিশু গবেষক বিথী আকতার, শিশু সাংবাদিক মোজাক্কের হোসেন ও সেদরাতুল মোনতাহা। আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ ও বৃষ্টি দাস।