সুমন খানঃ গত ০৫ আগস্ট ২০১৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয়’ শীর্ষক একটি সোস্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়। এ আড্ডায় অংশগ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) জনাব মোহাঃ আনিছুর রহমান, জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আসলাম হোসেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ রমজান আলী, সকল উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ,পুলিশ সুপারের প্রতিনিধি, আনসার ও ভিডিপি প্রতিনিধি, জনাব মমিন উদ্দিন খান, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা মৎস্য কর্মকর্তা,সরকারি দেবেন্দ্র কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি, জেলা রেজিস্ট্রার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সিংগাইর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান, অধ্যক্ষ, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ, বিভিন্ন শিক্ষা প্রত্ষ্ঠিানের শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়াম্যান প্রতিনিধি, কাজীদের প্রতিনিধি ও হিন্দু বিবাহ নিবন্ধক প্রতিনিধি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আড্ডার শুরুতেই মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় নির্মিতি ‘কুসুমের আত্মকথন’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। অতঃপর বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টেশনের পর অতিরিক্ত কমিশনার (সার্বিক) জনাব মোহাঃ আনিছুর রহমান ভিডিও কনফানেন্সের মাধ্যমে যুক্ত হন। উপস্থিত সদস্যদের সাথে পর্ব শেষে তিনি সোস্যাল মিডিয়া আড্ডা ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আড্ডায় উপস্থিত সদস্যবৃন্দের অনেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং মতামত ব্যক্ত করেন। তারা মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধের বিষয়ে সোস্যাল মিডিয়া আয়োজনের জন্য জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং এটি মানিকগঞ্জ জেলায় এক অনন্য নজির স্থাপন করল মর্মে মতামত ব্যক্ত করেন।উপস্থিত সদস্যবৃন্দ বাল্যবিবাহ নিরোধের জন্য আইনের সংশোধন ও কঠোর প্রয়োগ, গণসচেতনতা, নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা, প্রতি ওয়ার্ডে কমিটি গঠন,ব্যপক প্রচার, বিয়ের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ, যথাযথভাবে বিবাহ রেজিস্ট্রেশন করা, বিয়ের পূর্বে বয়স যাচাই, কাজীদের দায়িত্বশীল ভূমিকা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
আড্ডায় জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস বাল্যবিবাহের তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়ে তাঁর সুপারিশ প্রদান করেন এবং এ বিষয়ে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি মানিকগঞ্জ জেলায় বাল্যবিবাহ নিরোধ আন্দোলন শুরু করার ঘোষণা প্রদান করেন।
Sumon Khan, child journalist
Nctf manikganj.