Posts

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন

অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশ শিশু একাডেমী মৌলভীবাজার ও  এনসিটিএফ

মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) ১৪৩৮ হিজরী উপলক্ষ্যে ক্বেরাত,হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল এর আয়োজন করে। উক্ত মাহফিলে মোনাজাত করেন জেলা প্রশাসক মসজিদ এর খতিব। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার নজরুল ইসলাম মুহিব, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম ও  রোমানা আক্তার চৌধুরী। এছাড়াও উক্ত সভায় এনসিটিএফ মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দীন স্কুল এন্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর এনসিটিএফ  স্কুল কমিটি সদস্যবৃন্দ ।
img_2227 img_2239

ডিসেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন

অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের  মৌলভীবাজার শিশু একাডেমী তে অনুষঠীত হয়।
মাসিক সভায় দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন, শিক্ষাসফর , সদস্য সংগ্রহ, “শিশু দর্পণ” পত্রিকা প্রকাশনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের মাননীয় সচিব কামাল আহমেদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপরাজিতা দে, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম ও রোমানা আক্তার চৌধুরী। এছাড়াও উক্ত সভায় এনসিটিএফ মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দীন স্কুল এন্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর এনসিটিএফ স্কুল কমিটি সদস্যবৃন্দ ।
আলোচনা শেষ হওয়ার পর সভাপতি তারেক আজিজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।img_2182

মৌলভীবাজার এনসিটিএফের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং এনসিটিএফ কার্যক্রম অবহিত করার লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, মৌলভীবাজার জেলা কমিটি ও স্কুল কমিটির সাথে আজ মৌলভীবাজার জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের সাথে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা কমিটির সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে শিশু গবেষক জেনি রহমান। এরপর এনসিটিএফ’র কার্যক্রম সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে ছিল জেলা ভলান্টিয়ার রোমেনা চৌধুরী ও কামরুল ইসলাম এবং এনসিটিএফ সদস্য মাহফুজুর রহমান মাহদী।

সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলোর আকমল হোসেন নিপু, সাপ্তাহিক পাতাকুঁড়ি দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, দেশ টিভি ও ভোরের কাগজের সালেহ এলাহি কুটি, দৈনিক খবরপত্রের শ ই সরকার জবলু, বাংলাদেশ সময় ও পূর্বদিকের মুজাহিদ আহমদ এবং ডিবিসি নিউজের পান্না দত্ত। এনসিটিএফের কার্যক্রমের সাথে আরো একাত্মতা পোষণ করেন বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, জিবি নিউজের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সিলেট বাণীর মশাহিদ আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিনের আলী হোসেন রাজন, মোঃ আব্দুর রব, মাধুরী মজুমদার, ফরিদ আহমেদ প্রমুখ। পরিশেষে মৌলভীবাজার জেলাকে শিশু অধিকার লংঘনমুক্ত ও শান্তিপ্রিয় একটি জেলা প্রতিষ্ঠায় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে সভাপতি তারেক আজিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

এনসিটিএফ মৌলভীবাজারের মাসিক সভা অনুষ্ঠিত

৯ ই অক্টোবর  ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের মাসিক সভা মৌলভীবাজার শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় প্রেস কনফারেন্স, স্মারকলিপি প্রদান, দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন,  শিক্ষাসফর ও সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, কেন্দ্রীয় ইয়ূথ ভলান্টিয়ার  আবদুল্লাহ যোবায়ের, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম,, রোমানা  আক্তার চৌধুরী।

আলোচনা শেষ হওয়ার পর সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।

পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত

৩০/০৯/২০১৬ ইং তারিখে  বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ, মৌলভীবাজার-এর উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন হলে অনুষ্ঠিত হimg_0724য়ে গেলো বড়দের সাথে ছোটদের এক ব্যতিক্রমধর্মী পাবলিক একাউন্টিবিলিটি সেশন। সেশনের শুরুতেই জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান ও এনসিটিএফ  এর সাবেক সাংগঠনিক সম্পাদক  মাহফুজুর রহমান মাহদীর পরিচালনায় ছিল মৌলভীবাজার জেলায় এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কিত চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব মোঃ তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাবেক হুইপ জনাব আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফারুক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব উৎপল সামন্ত, জেলা শিশু  বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন।

এ ছাড়াও এনসিটিএফ সদস্যদের প্রশ্নের মুখোমখি হন জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সাংবাদিক জনাব নজরুল ইসলাম মুহিব ও জনাব সালেহ এলাহি কুটি, ব্র্যাক প্রতিনিধি জনাব আরিফুর রহমান এবং সেইভ দ্য চিলড্রেন প্রতিনিধি জনাব নাদিরা আক্তার। এনসিটিএফ-এর পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, শিশুপার্ক, যানজট, মাদকদ্রব্য,ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখে পারভীন আক্তার, মোঃ সামিন বক্স সাদি, সোমা আক্তার, ইমন পাল, জেনি রহমান, মোঃ কামরুল ইসলাম, রোমানা চৌধুরী, শমরিতা পাল ঐশী এবং সাদিয়া ওয়াসিমা লিলি।

মৌলভীবাজার এনসিটিএফের আয়োজনে র‍্যালী

৩০/০৯/২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে একটি র‍্যালীর আয়োজন করা হয় । উক্ত র‍্যালীর প্রতিপ্রাদ্য বিষয় ছিল “ শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষার জন্য সচেতনতা সৃষ্টির প্রদক্ষেপ গ্রহণ”। উক্ত র‍্যালীটি মৌলভীবাজার জেলার  প্রেসক্লাব থেকে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার, জেলা সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, জেলা শিশু  বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন  ৬ টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ,  এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সাথে স্কুল কমিটির সদস্যবৃন্দ  প্রমুখ।

 

 

মৌলভীবাজার এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৩ শে সেপ্টেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের মাসিক সভা মৌলভীবাজার শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় শিশু অধিকার সপ্তাহ উদযাপন, দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন, শিক্ষাসফর ও সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার জিল্লুর রহমান, রোমানা  আক্তার চৌধুরী, ভারপ্রাপ্ত ভলান্টিয়ার কামরুল ইসলাম, সভাপতি তারেক আজিজ, শিশু গবেষক শাহ সামিন সাদি ও অন্যান্যরা।

আলোচনা শেষ হওয়ার পর সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।

The monthly meeting of NCTF Moulvibazar was held in September

The monthly meeting of NCTF Moulvibazar was held on Tuesday, September, 2016. All executive committee member was present in the meeting. In the meeting was taken new some discussible subject. This time, the district NCTF committee member was decided to Child Rights week celebration, Study tour & collect new members of several secondary school. Mr. Jasim Uddin, the District Children Affair Officer of Moulvibazar was present in the meeting.

মৌলভীবাজার জেলার জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৯ মে  ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার  জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় ।

সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন,  হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, শাহহেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপরাজিতা ভট্টাচার্য, সেন্ট্রাল ইয়ূথ ভলান্টিয়ার আব্দুল্লাহ যোবায়ের,  শিশু একাডেমীর লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান, চৈতী দত্ত , সহকারী জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , রোমেনা প্রমুখ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। সদর হাসপাতাল পরিদর্শণ আগামী সপ্তাহে  অনুষ্টিত হবে।কাশিনাথ আলাউদ্দিন কলেজে রবিবারে স্কুল কমিটি করা হবে।  সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার সভাপতি তারেক আজিজের  সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।

পরিচয়পত্র পেল এনসিটিএফ মৌলভীবাজার কার্যনির্বাহী কমিটি

২১ জুন মঙ্গলবার পরিচয় পত্র বিতরন করা হয় এনসিটিএফ মৌলভিবাজারের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিশুদের মাঝে পরিচয়পত্র গুলো বিতরন করেন। এই সময় জেলা ভলান্টিয়ার এবং বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ উপস্থিত ছিলেন। জানুয়ারীতে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছিল উক্ত কমিটি।  ২০১৬–১৭ সালের নতুন কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে জানায় তারেক আজিজ , সভাপতি, এনসিটিএফ মৌলভিবাজার।

mou1

এনসিটিএফ মৌলভীবাজার জেলার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান

৬ ই জুন ২০১৬  ইং তারিখ বিকাল ৩ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত  শিশু পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।তাদের মধ্যে অধিকাংশই শিশু ছিল প্রতিবন্ধী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ,জেলা ভারপ্রাপ্ত ভলান্টিয়ার কামরুল ইসলাম, বর্তমান কমিটি ও সাবেক কমিটির সদস্যবৃন্দ।