Posts

মৌলভীবাজার এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২০ মে  ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, শিশু একাডেমীর  লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , সহকারী জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , রোমেনা প্রমুখ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা আগামী সপ্তাহে  অনুষ্টিত হবে। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার শিশু গবেষক সামিন বক্স সাদির সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।

আলোর পথে ছিন্নমূল শিশুরা

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান

৫ ই মে ২০১৫ ইং তারিখ বিকাল ৩ঘটিকায় মৌলভীবাজার এর চাঁদনীঘাটস্থ গুজারাই বস্তি এলাকার  ছিন্নমূল অর্ধশতাধিক শিশুদের মধ্যে স্কুল ড্রেস বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)মোলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব জসিম উদ্দিন মাসুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মৌলভীবাজার, জনাব ছামসু উদ্দিন ছানু,বীর মুক্তিযোদ্ধা, মাধুরি মজুমদার সহকারি শিক্ষিকা,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। শাহীনা বেগম, সহকারি শিক্ষক পি.টি আই সংলগ্ন পরিক্ষন বিদ্যালয়।পারুল বেগম, মহিলা মেম্বার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ।শহীদুল ইসলাম শানুর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, ছিলটি নাগরী বর্ণে।তাজুল ইসলাম নোমান বিশিষ্ট সমাজ সেবক।কাল্লোল দাস বনি সংগঠন অরুনদয় সহ আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর বর্তমান ও উপদেষ্টা কমিটি এবং তারুণ্য এর সকল সদস্যেরা।13166054_859060237538551_6510181010325061066_n13131536_859061027538472_7604876150248832108_o

এনসিটিএফ স্কুল কমিটি গঠন

৪ মে ২০১৬ ইং তারিখে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান এবং বর্তমান অ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।13183085_1695921100667828_712455939_n

মৌলভীবাজার এনসিটিএফ এর এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৯ এপ্রিল ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , জাবেদ আলী এবং কামরুল ইসলাম ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়।এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার শিশু গবেষক সামিন বক্স সাদির সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।IMG_0205

‘‘শিশু হত্যার প্রতিবাদে এনসিটিএফ মৌলভীবাজার জেলা শাখার স্মারকলিপি প্রদান’’

জিল্লুর রহমানঃ৬ মার্চ ২০১৬ইং তারিখে মৌলভীবাজার এনসিটিএফ শিশু আলভী ও নুসরাত হত্যাকান্ডসহ বাংলাদেশে সংগঠিত সকল শিশু
হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসক মো: কামরুল
হাসান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। বর্তমান সময়ে সারা
দেশে যে পরিমান শিশু হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে তার জন্য সারা দেশের ন্যায় মৌলভীবাজার
জেলা এনসিটিএফ মর্মাহত। আর এরই ধারাবাহিকতায় ৬৪ জেলার ন্যায় এই ধরনের শিশু হত্যা,
নির্যাতনের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজার এনসিটিএফ এই স্মারকলিপি প্রদান
করে। এসময় উপস্থিত ছিলেন তিসা নাজিফা, মাহফুজুর রহমান, মো: জিল্লুর রহমান, জাবেদ
আলী, তারেক আজিজ প্রমুখ।

মৌলভীবাজারে এনসিটিএফ এর ব্যাতিক্রমী উদ্যেগে আলোর পথে ছিন্নমূল পথ শিশুরা

মাহফুজুর মাহদীঃ
ওদের চুখে মুখে বেঁচে থাকার স্বপ্ন। আর ভাবনা অন্তহীন । ঠিকানা ওদের মৌলভীবাজার শহরের মনু নদীর কুল ঘেষে খোলা আকাশের নিচে নদী পাড়ের আবুলের বস্তির কলনিতে। তাদের প্রত্যেকের বয়স ৭-৮ বছর । সমবয়সী অন্যান্য শিশুরা স্কুলে গেলেও ওদের কপালে স্কুলে যাওয়া হয়নি নানা প্রতিকূল কারনে। আর তাদের আলোর পথ দেখাতে উদ্যোগি হয়ে পাশে দাড়িয়েছে স্কুল/কলেজ পড়ুয়া কয়েক কিশোর-কিশোরি। ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সহযোগিতায় মৌলভীবাজারে উদ্যেগি কিছু কিশোরের সপ্ন বাস্তবায়নে  ১ মার্চ ২০১৬ইং তারিখে মৌলভীবাজার জেলা শহরের মনু নদীর তীরবর্তী এলাকায় খোলা আকাশের নিচে আবুলের বস্তিতে প্রায় পঞ্চাশ জন শিশুর মধ্যে জন্মনিবন্ধন সনদ বিতরন করে। বিগত কয়েক মাস যাবত এই খোলা আকাশের নিচেই প্রতিদিন বিকেল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এই শিশুদের পাঠদান করাচ্ছেন রুমা,শশী,মান্না,ফারজানা, ও বাপ্পিরা। তারা বস্তি এলাকার শিশুদের পাঠদান করিয়ে অনেক তৃপ্তি পাচ্ছেন। আর তাদের অনবরত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স ( এনসিটিএফ) মৌলভীবাজার শাখা । আজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় মনু নদীর পারে আবুলের বস্তিতে ছিন্নমূল শতাধিক পথ শিশুদের জন্য জন্মনিবন্ধন সনদ বিতরন অনুষ্ঠানের আয়োজন করে ’’তারুন্যে’’ মৌলভীবাজার। ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স ( এনসিটিএফ) মৌলভীবাজার এর সাবেক সভাপতি শিশু সংগঠক মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক ও শিশু সংগঠক আব্দুল কাইয়ুম,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার, মুক্তিযোদ্ধা ছানু মিয়া প্রমুখ।12799093_801328019973610_7470087275442443593_n

মৌলভীবাজারে বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাহফু জুর মাহদীঃ২৯জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে চাঁদনীঘাটের প্রায় ৩০ জন বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক মজুমদার, বর্তমান কমিটির অর্ঘ মজুমদার,সাবেক কমিটির সভাপতি ও বর্তমান কমিটির জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান, মাহফুজুর রহমান ,মরিয়ম বেগম, কামরুল ইসলাম, রেডিও পল্লী কণ্ঠের লিঙ্কন,রামিম,ফয়সল প্রমুখ।_MG_7541

_MG_7597

মৌলভীবাজারে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২৫ই জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমীতে প্রায় অর্ধশতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ, বর্তমান কমিটির সুমা আক্তার, সাদিয়া ওসিমা লিলি,সাবেক কমিটির মাহফুজুর রহমান,জাবেদ আলী, কামরুল ইসলাম প্রমুখ।IMG_6069

নবনির্বাচিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

মাহফুজুর  মাহদীঃ১৫ই জানুয়ারি ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী এবং কামরুল ইসলাম ।

সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার নিউজলেটার ” শিশু দর্পণ” এর পরবর্তী সংখ্যা প্রকাশ করা এবং শীত বস্ত্র বিতরণের ব্যাপারে আলোচনা করা হয়।এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে সকাল ১১ঃ৩০ ঘটিকা পর্যন্ত চলে।IMG_5481

মৌলভীবাজারে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

মৌলভীবাজার জেলায় শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।২১ ডিসেম্বর  সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,মৌলভীবাজার  হতে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি কোর্ট রোড, পুরাতন হাসপাতাল হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মাহফুজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন ,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ.হামিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,সপ্তাহিক পাতাকুড়ির দেশ পত্রিকার সম্পাদক নরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতলিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, বাংলা নাট্যলোকের সভাপতি ও সাংবাদিক দুরুদ আহমেদ, এনসিটিএফ উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।  IMG_4622