Posts

National Child Rights Week Preparatory Meeting

Shimol Ahmed Taronga : 

NCTF Narsingdi  completed their preparatory meeting on 6 October 2015.They (NCTF members) discussed in this meeting about the celebration of National Child Rights Week and their possiblle future plan to organize new Union NCTF committee as well.


 

                                           শিশু অধিকার সপ্তাহ উদযাপনের প্রস্তুতিসভা সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :  

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ – ২০১৫ এ এনসিটিএফ এর অংশগ্রহণ উপলক্ষে আজ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ এনসিটিএফ নরসিংদী জেলার কার্যকরী কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।আজকের বিশেষ সভায় আসন্ন শিশু অধিকার সপ্তাহে এনসিটিএফ এর কার্যক্রম নির্ধারন করা হয়। এছাড়াও এনসিটিএফ নরসিংদী’র পরবর্তী পদক্ষেপ উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন এর ব্যাপরে বিস্তারিত আলোচনা করা হয়।

এনসিটিএফ নরসিংদী জেলার টিএফডি প্রশিক্ষন সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :গতকাল শেষ হলো ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)  নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষন কর্মশালা ” থিয়েটার ফর ডেভলাপমেন্ট – উন্নয়নের জন্য নাটক ( টিএফডি )  ” । এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি এই ভিন্নধর্মী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় । প্রশিক্ষনের ভ্যেনু হিসেবে  ছিলো ” চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি ( সিডিএমএস) প্রশিক্ষন কেন্দ্র ” ।

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

টিএফডি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন এটিএন নিউজ এর সিনিয়র অনলাইন ভিডিও ইডিটর, জনাব সাজ্জাদ হোসেন; ঝিনুকমালা নাট্য দলের  সম্পাদক

জনাব রফিকুল ইসলাম । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে ইভটিজিং এবং মাদক সেবনের হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতা  মূলক পথনাটক তৈরীর উদ্দেশ্যেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।সিডিএমএস এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষনের শেষে এনসিটিএফ কমিটি ” পরিবর্তন ” নামক বিশেষ পথনাটক তৈরী করে। পরে বিকেলে প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গনে এ নাটাকটি উপস্থাপন করা হয়। সেখানে প্রশিক্ষক গনদের সাথে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার , উম্মে হাবিবা বর্ষা ; সিডিএমএস এর পরিচালক জনাব ছফুরা বেগম ।

 প্রশিক্ষন শেষে এনসিটিএফ টিম সিডিএমএস এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানায়। সমাপনী বক্তব্যে জনাব সিডিএমএস এর পরিচালক জনাব সাফুরা বেগম বলেন, এনসিটিএফ কে সাহায্য করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত  । এবং পরবর্তীতে এনসিটিএফ এর যেকোনো উদ্যোগে তাকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন  ।

বাংলাদেশ শিশু একাডেমী’র কেন্দ্রীয় ভবন স্থানান্তরের জন্য সুপ্রীম কোর্টের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ নরসিংদীতে মানব-বন্ধন করেছেন শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম

শিমুল আহমেদ তরঙ্গ : বাংলাদেশ শিশু একাডেমী’র কেন্দ্রীয় ভবন স্থানান্তরের জন্য সুপ্রীম কোর্টের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ ৪ঠা সেপ্টেম্বর নরসিংদীতে মানব-বন্ধন করেছেন শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম ; জেলা শিশু একাডেমী’র প্রশিক্ষনার্থী শিশুরা ও নরসিংদী এনসিটিএফ সদস্যগন। নরসিংদী প্রেস- ক্লাব এর সামনে এ মানব-বন্ধন করা হয়।

মানব-বন্ধনে অংশগ্রহনকারীরা বলেন,  শিশু একাডেমীকে বর্তমান স্থানটি ছেড়ে দিতে হলে সুপ্রিম কোর্টের এই আদেশ শিশুদের এই বিচরন ক্ষেত্রটিকে নষ্ট করে দিবে।  এনসিটিএফ এর শিশু গবেষক কেয়ারাম হোসেন পাপ্পু তার বক্তৃতায় বলে,   শিশু – কিশোরদের সুস্থ ও শান্তি পূর্ন পরিবেশে সংস্কৃতি চর্চার সুযোগ অবারিত রাখার জন্য এ স্থানের বিকল্প নেই।

জানা যায়,  ১৯৭৬ সালে ৩দশমিক ৬৯ একর জায়গায় শিশুদের শিল্পকলার নানা বিষয়ে প্রশিক্ষনে দিতে প্রতিষ্ঠিত হয় শিশু একাডেমী।  প্রায় চার হাজার শিশু সপ্তাহের তিন দিন প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষন গ্রহন করে। ৪০ হাজার বইয়ের বিশাল গ্রন্থাগার সহ নিজস্ব প্রকাশনা সংস্থা ও জাদুঘর রয়েছে।

জানা যায়,  এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে শিশু একাডেমীর সম্পত্তি সুপ্রিম কোর্টের মর্মে রায় ঘোষনা করেন হাইকোর্ট।  পরে এ রায় বহাল রাখেন আপিল বিভাগ।  চলতি বছরের ৪ আগষ্ট হাইকোর্ট শিশু একাডেমী কর্তৃপক্ষের কাছে সুপ্রিম কোর্টের সম্পত্তি হস্তান্তরের কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায়।

এদিকে, এ  রায়ের প্রতিবাদে ৬৪ জেলা শিশু একাডেমী মানব-বন্ধনের আয়োজন করে ।

এনসিটিএফ নরসিংদী জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

শিমুল আহমেদ তরঙ্গঃ  আজ ১৩ আগস্ট এনসিটিএফ নরসিংদী জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজসকাল ১০:০০ টায় জেলা শিশু একাডেমী’র অধীনস্থ এন.সি.টি.এফ নরসিংদী’র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সভা শুরু হয়।

আজকের সভায় নরসিংদী জেলা কার্যকরী কমিটির আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষনের  দিন নির্ধারন করা হয়। এছাড়াও ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের ব্যাপারে বিভাগ অনুযায়ী এন.সি.টি.এফ এর পক্ষে অংশগ্রহনকারীদের তালিকা তৈরী করা হয়। এছাড়াও ২৯শে আগষ্ট শিশু দিবসে এন.সি.টি.এফ দলের অংশগ্রহনের ব্যাপারে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সি.ওয়াই.ভি উম্মে হাবিবা এবং জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম ও সাথী আক্তার।

বিশ্ব পরিবেশ দিবসে নরসিংদীর শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুঃষ্ঠিত

11350364_1594301577517651_712818552_n

শিমুল আহমেদ তরঙ্গ: ত ৫্ই জুন  নরসিংদী তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ” বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ ” উদযাপিত । গতকাল পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী’র জেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী, অালোচনা সভা, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানের উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  জনাব অাবু হেনা মোরশেদ জামান।

অনুষ্ঠান এর শুরুতে নরসিংদী’র বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের অংশগ্রহণে বর্নাঢ্য এক শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নতুন শিল্পকলা একাডেমি’র সামনে গিয়ে শেষ হয়। এনসিটিএফ নরসিংদি কমিটি অনুষ্ঠানটিতে অংশগ্রহন করে। এ সময় শিশুদের কচি কন্ঠে গাছ লাগানোর আহ্বানে মুখরিত হয়ে উঠে শহরের প্রধান প্রশাসনিক এলাকা।

এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের   সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোসাঃ সুরাইয়া বেগম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.এম পুলিশ সুপার জনাব অামেনা বেগম সহ আরো অনেক গন্য-মান্য ব্যাক্তিবর্গ ।  অনুষ্ঠানে ৩ টি বিভাগে অংকন প্রতিযোগিতায় প্রায় ২০ জন শিশুকে  ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এরপর ই ছিলো জেলা প্রশাসনের বিশেষ শিশু সাংস্কৃতিক সংগঠন ” বাধঁনহারার ” পরিবেশনায় নাটক “আমার বন্ধু গাছ”। আলোচনা সভা, পুরষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন এন.সি.টি.এফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরা।

এন.সি.টি.এফ নরসিংদী’র হাসপাতাল পরিদর্শন

10151213_1604161946527016_3748653448770042548_n

ছবি : বন্ধ করা দরজা ( লাল দাগের ভিতর) ;রোগিদের জটলা

10641202_1604161729860371_5977836899351129950_n

ছবি : হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশে খাচ্ছে শিশু

 

 

 

 

 

 

 

 

শিমুল আহমেদ তরঙ্গ : গত ২৮মে  ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স ; এন.সি.টি.এফ নরসিংদী জেলা কমিটি তাদের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে নরসিংদী জেলা হাসপাতাল পরিদর্শনের কাজ সম্পন্ন করে।  নরসিংদী জেলা এন.সি.টি.এফ এর সভাপতি  তাহুয়া লাভিব তুরা’র নেতৃত্বে জেলা কমিটির ১১জন সদস্য এই পরিদর্শনে অংশগ্রহণ করে  । কমিটির সদস্যদের সাথে ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সি ওয়াই ভি জনাব উম্মে হাবিবা বর্ষা,  এন.সি.টি.এফ নরসিংদী জেলার ভলান্টিয়ার জনাব এ.কে.এম সেলিম এবং   সাথী আক্তার ।
এদিকে হাসপাতালের জরুরী বিভাগ পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত ইমারজেন্সি ওফিসার জনাব শামিমা ইয়াসমিন এর সাথে কথা হলে তিনি জনান , হাসপাতালে প্রায় প্রতিদিনই অনেক শিশুকে নিয়ে আসা হয়।  যাদের প্রধান সমস্যা থাকে ডায়রিয়া ।  এছাড়া নিউমোনিয়ায় আক্রান্তের হার ও বেড়ে চলেছে।
এইদিকে শিশুরোগ বিশেষজ্ঞের কক্ষের সামনে রোগিদের বিশাল বড় জটলা দেখা যায়। অভিযোগ উঠে যে এখানে প্রায় ৩ ঘন্টা যাবৎ অপেক্ষা করার পরও কর্তব্যরত ডাক্তার এর দেখা নেই , একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তা ও টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে। সত্যতা যাচাইয়ের জন্য সেখানে গেল প্রথমে দালাল পথরোধ করে। পরে এন.সি.টি.এফ এর সাংবাদিক পরিচয় পাবার পর ঢোকা গেলে সেখানে অবস্থানরত চিকিৎসক নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জনান এবং বলেন যে শিশু বিশেষজ্ঞ বাইরে গেছেন , এবং তিনিই চিকিৎসা দিচ্ছেন। সিরিয়াল ভঙ্গের ব্যাপারে অস্বিকার করে বলেন টিকেটের নম্বর অনুযায়ী রোগী ডাকা হচ্ছে ।
এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করা হয়। সেখানে কিছু বেড খালি থাকা সত্বেও অনেক রোগিদের নিচে শুয়ে থাকতে দেখা যায়। যেখানে শিশুরা অত্যন্ত অস্বাস্থ্যকর মেঝেতে অবস্থান করছে। এ ব্যপারে কর্তব্যরত নার্স কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে এগুলো মেডিসিন বিভাগের বেড।  স্থান স্বল্পতার কারনে শিশুদের জন্য আলাদা কোন ওয়ার্ড রাখা হয় নি। একই সাথে তাদেরকে রেখে চিকিৎসা দেওয়া হয়।অতি দ্রুত  এ ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়াউচিৎ বলে তিনি মনে করেন।