Posts

নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫

সৈকতঃ  গত ৩০ জুলাই নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫। সারাদিন ব্যাপি এই আনন্দ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার এডভোকেসী মীর রেজাউল করিম। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরষ্কার তুলে দেন। সবশেষে এনসিটিএফ এর সাথে তিনি নাটোর রাজবাড়ী ঘুরে দেখেন।

এনসিটিএফ নাটোর জেলার আয়োজনে শিশুদের মধ্যে গাছের চারা বিতরন

11716038_768616663257593_1925603631_n

গত ৩০ জুন এনসিটিএফ নাটোর জেলা শিশুদের মাঝে বৄক্ষের চারা বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। কান্দিভিটা এলাকার শিশু বিকাশ কেন্দ্রের ৬০ জন শিশুর মধ্যে বৃক্ষের চারা বিতরন করা হয়। এনসিটিএফ এর কার্যনিবার্হী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। হ্যাপি নাটোর এর সহযোগীতায় প্রাপ্ত ৬০ টি গাছের চারা এনসিটিএফ নাটোর জেলা শিশুদের হাতে তুলে দেওয়াতে খুশি শিশুরা।

নাটোর হাসপাতালের মডেল শিশু ওয়ার্ড

1526384_690651604396796_7925465524485031400_n

এনসিটিএফ নাটোর জেলা কমিটি গত ১৮ মে নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শণে যায়। হাসপাতালের মডেল শিশু ওয়ার্ড আগের তুলনায় অনেক পরির্বতন হয়েছে। নেই আগের মত দূর্গন্ধ, হতে হয় না হয়রানীর শিকার, ঔষধ কিনতে হচ্ছে না বাইরে থেকে, প্রয়োজন মত ডাক্তার এবং তাদের সেবা মনের মত হওয়ায় খুশি অভিভাবকরা।

সব কিছুর ভেতরে ডা. আমিনুল ইসলাম রোগীদের নিজেস্ব চেম্বারে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। যা এনসিটিএফ এর নজর কারে। এই ব্যাপারে কৃর্তপক্ষকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানানো হয়।