Posts

জেলা ক্রিড়া অফিসার এর সাথে নরসিংদী এনসিটিএফ এর সাক্ষাত (Narsingdi NCTF members met with district sports officer for promoting NCTF )

সামিয়া নিজাম : গত ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেলো নরসিংদী এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা।জেলা এনসিটিএফ এর কারযালয় এ এই সভাটি অনুসঠিতো হয় । সভায় উপস্থিত এনসিটিএফ এর নব-নিরবচিত কমিটির সকল সদসগনএর সাথে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্যগন এবং জেলা শিশু বিসয়ক কর্মকর্তা । সভার মূল আলোচ্য বিষয় ছিলো এনসিটিএফ এর পরবর্তী ঈদ ইভেন্ট ” এক চিলতে হাসি ” র বাজেট আলোচনা এবং সময় নিরধারন করা। 13518049_1732893256979760_1839876_o

এর পর সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সবাই যায় সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা ক্রিড়া অফিসার  এর সাথে সৌজন্য সাক্ষাত করতে। সেখানে এনসিটিএফ এর কাজ এবং উদ্দেশ্য এর ব‍্যপারে আলোচনা করা হয়।

[Samia Nizam: Narsingdi NCTF monthly meeting has been held on last 21th June. All the members of new elected committee with recent ex members & Advisors were there in BSA office. Main discuss was about their upcoming event -” Ek Chilte hashi – A bit of smile “. Then the team has decided to met with the new district sports officer.]

শিশুদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগীতা করা হবে

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  পুলিশ কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য্য বলেন, চট্টগ্রামে শিশুদের যাবতীয় সমস্যা সমাধান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে। মাদক গ্রহণ থেকে শিশুদের বিরত রাখতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স( এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রামের শিশু অধিকার পরিস্থিতি জ্ঞাপনের লক্ষে  এনসিটিএফ সদস্যরা সিএমপি কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চাইল্ড পার্লামেন্ট সদস্য শাহরিয়ার তামিম সৌরভ, আইনুন নিশাত সিনান এবং মুকাদ্দেসুর রহমান প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এনসিটিএফ যে সকল কাজ করে যাচ্ছে তা খুবই চমৎকার। তাদের এই কাজে তারা সফল হবেই।

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা।

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মেহদী হাসান শাহরিয়ার

হিম হিম শীতে মিষ্টি রোদ শেষে পডন্ত বিকেলে এন সি টি এফ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগীতায় ১৫ই ডিসেম্বার ২০১৫ মঙ্গলবার এন সি টি এফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া,হাজী নজির আহম্মদ কলেজ এর লেকচারার সীমা নাথ,ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুব্রত নাথ।এছাডাও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দ্বারা,ফেনী সরকারী কলেজ এর সমাজ কল্যাণ বিভাগের স্নাতক ও স্নাতকত্তর শেষ বর্ষের শিক্ষার্থীরা এবং এন সি টি এফ এর জেলা কমিটি ও সকল সাধারণ সদস্যরা । উপস্থাপনায় ছিল এন সি টি এফ ফেনী জেলা এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্থাফিজুর রহমান ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয় ।অবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় ।

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

Children meeting with Deputy Commissioner

এনসিটিএফ ভোলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

National children’s Task Force (NCTF) Bhola visited the Deputy Commissioner office to exchange greeting and share their progress regarding child rights situation in Bhola on 8 November, 2015. NCTF also invited him (DC) to join in the upcoming quiz competition for children in Bhola and gave him a reminder about a camera as he promised to provide NCTF.


এনসিটিএফ ভোলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।

এনসিটিএফ ভোলা জেলা কমিটি  গত সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসকের মহাদয়ের সাথে সাক্ষাৎকার কয়রে।এ সময়ে জেলা প্রশাসক সবার কুশলমঙ্গল এবং এনসিটিএফ কার্যকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন,এই প্রশ্নের উত্তরে এনসিটিএফ ভোলা জেলা কমিটি তাদের সকল  কার্যকর্ম এবং কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্পর্কে বলে।এছাড়াও জেলা প্রশাসকের এনসিটিএফ ভোলাকে ক্যামেরা প্রদানের প্রতিশ্রুতি কথাও মনে করিয়ে দেয় এবং এনসিটিএফ ভোলার কুইজ প্রতিজগিতার  পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রন জানায়।

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু

hir

বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস- ২০১৫ উপলক্ষে ভোলা শিশু একাডেমী ১১-১৩ অক্টোবর ২০১৫ ইং তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ ১১/১০/২০১৫ ইং তারিখ রোজ রোববার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বাগত বক্তব্য রাখেন হুমায়ারা হোসেন সারা, জেলা এনসিটিএফ শিশু সাংবাদিক , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সেলিম রেজা , জেলা প্রশাসক,ভোলা । এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির জহির রায়হান, যুগ্ন সাধারন সম্পাদ্ক্‌, এনসিটিএফ বাংলাদেশ ও জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছোট ছোট শিশু এবং বিভিন্ন শ্রেণির মানুষ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশা আক্তার ,শিশু গভেষক,এনসিটিএফ ভোলা ।

ব্রাহ্মণবাড়িয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু

মাকসুদা চৌধুরী পলি: শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত ১১ অক্টোবর (রবিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চারদিন ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অসংখ্য শিশুর অংশগ্রহণে চিত্রাংকন, ছড়া-পাঠ এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূক-বধির এবং প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে বিশেষ কর্মসূচী পালন করা হয়। এছাড়া সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আলাদাভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম খান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিশু সংগঠক এড. লোকমান হোসেন এপিপি প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্ব পরিচালনা করে এনসিটিএফের সদস্যরা। এসময় এনসিটিএফের উপদেষ্টা, সাধারণ সদস্যসহ উপস্থিত ছিলেন এনসিটিএফ শিশু গবেষক কোর কমিটির সভাপতি এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম খান  শিশুদের সৃজনশীলতা বিকাশে মায়েদের ভূমিকার কথা স্মরন করেন। পাশাপাশি শিশু বান্ধব সমাজ গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য দুপুর ৩.৩০ ঘটিকায় অর্ধশত সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে বিভিন্ন খেলা পরিচালনা করে এনসিটিএফ। আরো ছবি দেখতে এখানে ক্লিক করুণ ( Click here to watch more photos)

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

NCTF Sub Committee Organized in Bramanbaria.

National Children’s Task Force (NCTF) is chronologically being a giant child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh.

NCTF Bramanbaria visited two renowned schools name Bangladesh Gas Field School & college and Government Model Girls High School with a view to set up new school Sub-committee(NCTF) in order to keep continuing child rights advocacy in Bamanbaria district. On that day there was Additional Deputy Commissioner (Education and ICT) Mohammod Shamsul Houque as chief guest, Police Super Taposh Ronjon Ghos and the BSA officer. All NCTF members were present their including Md. Sayem Khandaker president NCTF Bramanbaria.

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

ফুয়াদ হাসান: শিশু অধিকার বাস্তবায়নে অগ্রণী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

সুনামের সাথেসারাদেশে শিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর, ২০১৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজগভ. মডেল গার্লস হাই স্কুলে উদ্বুদ্ধ কর্মশালা শেষে এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটি বিদ্যালয় উপ-কমিটি গঠন করে।

গভ. মডেল গার্লস হাই স্কুলের উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ স্কুল উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর মডেল

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এড. মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক মজুমদার। জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উক্ত দুটি অনুষ্ঠানে

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

এনসিটিএফ সভাপতি সায়েম খন্দকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা।

কর্মশালা ও নির্বাচন পরিচালনায় ছিলেন সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, শিশু সাংবাদিক মাকসুদা চোধুরী পলি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার কানিজা খন্দকার চৈতি, সদস্য রাশেদুজ্জামান রিয়াদ।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

NCTF did an opinion sharing meeting With Deputy commissioner

National Children’s Task Force (NCTF) is rapidly growing towards a vast child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh. On 24th October 2015, NCTF Kisorgonj completed an opinion sharing meeting with the Deputy Commissioner (DC) of Kisorgonj regarding child rights and protection issues. Beside that NCTF narrated their yearly plan and activity to the DC. He (DC) said to the NCTF committee that they are free to come directly to him (DC) regarding child marriage issue and he will be always next to NCTF for their advocacy.


 

জেলা প্রশাসকের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ  এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তনিমা রব তোড়া : 

সকল শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে এনসিটিএফ একযোগে কাজ করে যাচ্ছে।  তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নিবার্হী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, শিশু গবেষক, শিশু সাংবাদিক, চাইল্ড পার্লামেন্ট মেম্বার এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ আরে অনেকে উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক  তনিমা রব তোড়া জেলা প্রশাসককে শিশুদের লেখা নিয়ে প্রকাশিত মুখপত্র, আমাদের গল্প পত্রিকা, বই এবং বার্ষিক পরিকল্পনা প্রদান করেন।

জেলা প্রশাসককে এনসিটিএফ এর কর্মকান্ড সর্ম্পকে অবহিত করা হয়।  এসময় কথা হয় গত এক বছরের কর্মকান্ড এবং কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার কথা। বাল্যবিবাহের বিষয়টি প্রথমত বিবেচনায় রেখে শিশু শ্রম, শিশু নির্যাতন, মাদক এবং ঝুকিপূর্ণ স্থানে শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি সহ বিভিন্ন আলোচনা তুলে ধরেন। শিশু গবেষক এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটিকে আশ্বস্ত করে বলেন, শিশুদের নিয়ে এমন একটি সংঘটনে তিনি যে কোন সহায়তা করার চেষ্টা করবেন। বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, বাল্যবিবাহের যে কোন ঘটনা আমাকে সরাসরি জানাবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব আমার। এছাড়াও তিনি এনসিটিএফ কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের পড়ালেখার প্রতি অধিক মনযোগী হবার পরামর্শ দেন। জেলার নতুন জেলা প্রশাসকের  এমন আন্তরিক আলোচনা সভা কমিটির সকলের মনে সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরনা জাগিয়েছে ।

এনসিটিএফকে নিয়ে ভিডিও ডকুমেন্টরী

রাসেল আহমেদ: গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর রাজশাহীতে খুব সুন্দর আর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) রাজশাহী কে নিয়ে এক ভিডিও ডকুমেন্টারির কাজ । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দক্ষিন আফ্রিকা থেকে আগত Discovery Channel এর সাংবাদিক ক্রিস মরগান এর মূলত এই ডকুমেন্টারিটি বানানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শিশুরা কিভাবে তাদের অধিকার নিয়ে কাজ করে , এনসিটিএফ কিভাবে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে , শিশু গবেষকদের কাজ কি? কিভাবে তারা শিশু অধিকার সম্বলিত তথ্য সংগ্রহ করছে, শিশুরা তাদের অধিকারের বিষয়ে কতটা সচেতন ইত্যাদি ।
এন সি টি এফ রাজশাহীকে নিয়ে ভিডিও ডকুমেন্টরী তৈরি করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী ,রাজশাহী। অন্যান্যদের মধ্যে প্ল্যান বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অপারেশনস জনাব ফারুক আলম খান , মো: ববি এবং এন সি টি এফ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার রাসেল আহমেদ , এনসিটিএফ রাজশাহীর জেলা ভলান্টিয়ার ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে এনসিটিএফ

ফারজানা মৌসুমী: কুড়িগ্রাম জেলা এনসিটিএফ নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর মাঝে ত্রাণ বিতরণ করে। বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর প্রত্যেককে চিড়া( দেড় কেজি), গুড়(৩০০ গ্রাম), স্যালাইন(৩টা), খাতা (৩ দিস্তা), কলম (৩টা) প্রদান করা হয়।

স্থানীয় শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, সলিডারিটির ফোকাল পার্সন হুমায়ুন কবির সূর্য, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির হিমা, মিম, শান্ত, ফাহিম, নুরনবী, রেদওয়ান ও ভলান্টিয়ার ফারজানা মৌসুমী। ত্রাণের অর্থ দিয়ে সহযোগিতা করেন- কার্যনির্বাহী কমিটির সদস্য, ভলান্টিয়ারগণ, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও দাশেরহাট মডেল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।