Posts

নরসিংদী এনসিটিএফ এর সদস্য সংগ্রহ কার্যক্রম

সামিয়া নিজামঃ গত ২৬ই সেপ্টেম্বর এনসিটিএফ নরসিংদী জেলা কমিটি আরো দুটি স্কুলে তাদের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজিব এর সহযোগীতায় এনসিটিএফ জেলা ভলান্টয়ার এ. কে. এম সেলিম ও সভাপতি মোবারক হোসেনের নেতৃত্বে নরসিংদীর সাটির পাড়া কে. কে. ইনস্টিউশন ( স্কুল ও কলেজ) ও ইউ. এম. সি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহ ও শিক্ষকদের সহযোগীতা এনসিটিএফ টিমকে অনুপ্রাণিত করে। দুটি স্কুল থেকে ৪০০ ছাত্র ছাত্রীকে এনসিটিএফ এর সাধারন সদস্য করা হয়। নতুন সদস্যরা সবাই ৮ম থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত।
এসময় স্কুল সদস্য সংগ্রহে এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা কমটির সদস্যবৃন্দগন ও উপস্থিত ছিলেন ।

এনসটিএফ এর স্কুল কেম্পেইন শুরু

শাহাদাত হোসেন: গত ০৭-০৯-২০১৬ ইং সম্পন্ন হলো এনসিটিএফ নরসিংদী জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা এবং এনসিটিএফ সদস্য সংগ্রহ।
আনুস্থানিকভাবে স্কুল কেম্পেইন শুরু করলো এনসিটিএফ। সদস্য সংগ্রহের জন্য এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহি সদস্যরা নরসিংদী ব্রাহ্মন্দী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে । এরপর ব্রাহ্মন্দী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে এনসিটিএফ সম্পর্কে ধারনা দেওয়া হয়।।এবং এনসিটিএফ এর লক্ষ ও উদ্দেশ্যর কথা তুলে ধরা হয়।পরে শিক্ষার্থীরা স্ব-ইচ্ছাই এনসিটিএফ সদস্য ফরম পূরণ করে ১০৭ জন শিক্ষার্থী এনসিটিএফ এর সদস্য হন। নতুন সদস্যরা সবাই ৮ম থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত।
এসময় স্কুল সদস্য সংগ্রহে এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা কমটির সদস্যবৃন্দগন ও উপস্থিত ছিলেন । কিছুসময় এর মধ্যেই স্কুল মনিটরিং কমটি গঠন করা হবে।