Posts

এনসিটিএফ নরসিংদী জেলার মাসিক সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ : আজ এনসিটিএফ নরসিংদী জেলার নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদীস্থ এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন   এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ার এ. কে. এম সেলিম , এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা এবং এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু গবেষক সুমাইয়া আক্তার স্বর্না।

আজকের সভায় এনসিটিএফ নরসিংদী জেলার নিউজলেটার ” শিশু জমিন ” এর পরবর্তী সংখ্যা প্রকাশ করার ব্যাপারে আলোচনা করা হয়।এছড়াও এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা  এবং নতুন কার্যকরী কমিটির নির্বাচনের ব্যাপরে আলোচনা করা হয়।  সভা এনসিটিএফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরার সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

Submission of Memorandum to turn Shisu Academy into Child Bureau

Jaouadul Karim Jishan: ON 1st October 2015 National Children’s Task Force (NCTF) Bogra submitted memorandum to the honorable state minister of Child Ministry through Deputy Commissioner of Bogra. The memorandum was sign by the children and guardians. All NCTF committee members were present  there at the time of submission of memorandum.


 

শিশু একাডেমিকে শিশু বিষয়ক অধিদপ্তর করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

জাওয়াদুল করিম জীসানঃ০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায়  বাংলাদেশ শিশু একাডেমীকে “ শিশু বিষয়ক অধিদপ্তর ” এ রুপান্তর করণের দাবী জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্র্রনালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বগুড়া মহোদয়ের কাছে শিশু ও অভিভাবকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃখোরশেদ আলম।এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান,শিশু সাংবাদিক পারমিতা ভট্টাচার্য্য স্বর্না, শিশু সাংসদ নূর জাহান পুষ্প, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সেতু এবং জেলা ভলান্টিয়ার মোহনা আক্তার।

 

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

জাওয়াদুল করিম জীসানঃ স্কুল ভিত্তিক এনসিটিএফ টিম গঠনের লক্ষ্যে এবার উত্তরবঙ্গের সেরা বিদ্যাপিঠ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রভাতী এবং দিবা উভয় শাখার ছাত্রীদের প্রাত্যহিক সমাবেশে এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বগুড়া জেলার সভাপতি জাওয়াদুল করিম জীসান।

এসময় ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রাবেয়া খাতুন এবং সকলকে এনসিটিএফ এর সদস্য হওয়ার জন্য আহবান জানান।পরে প্রত্যেক শ্রেনি কক্ষে এনসিটিএফ এর ফর্ম বিতরণ করে এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরা। অচিরেই এসব ফর্ম সংগ্রহ করে স্কুল কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাঃ শহীদ মিলনায়তনে ৯ ও ১০ এপ্রিল এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট কর্তৃক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের জন্য দুইদিনের শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিৰণে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার ৩০ জন সদস্য অংশগ্রহণ করছে।

দুদিনব্যাপী উক্ত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান অতিথির সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক মো. শাহ্‌ আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা।প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন “ সাংবাদিকতা হল একটি মহান পেশা। তাই আমি মনে করি প্রত্যেক সাংবাদিকদের অবশ্যই দেশপ্রেমিক হতে হবে।

শিশুদের লেখালেখিতে আরো আগ্রহী ও দৰ করে গড়ে তোলার লৰ্যে আরো প্রশিৰণ কর্মশালা আয়োজনের অনুরোধ রেখে এনসিটিএফ কর্মকা- সম্পর্কে সংৰিপ্তভাবে তুলে ধরেণ এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস ও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি । অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ সেন্ট্রাল কমিটির সভাপতি সায়েম খন্দকার, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা।