Posts

এনসিটিএফ পাবনা এর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

রিয়াদ মাহফুজঃ“শিশু গড়বে সোনার দেশ,পায় যদি সে পরিবেশ” এ স্লোগানকে সামনে রেখে এনসিটিএফ পাবনা উদযাপন করলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। গত ১১ই অক্টোবর থেকে ১৩ ই অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপী  নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী শিশু, হরিজন শিশু এবং শিশু পরিবার (বালিকা) এর শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা  হয়।রিয়াদ মাহফুজ ও শালোমি সমতা এর সঞ্চালনায়  সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জনাব কাজী আশরাফ উদ্দীন।অনুষ্ঠান সম্পূর্ণরূপে সম্পন্ন করতে সহযোগিতায় ছিলেন এনসিটিএফ এর ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত, জেলা ভলান্টিয়ার হুমায়ুন কবির,আফিয়া উল হুসনা এবং বাংলাদেশ শিশু একাডেমী, পাবনা।

এনসিটিএফ পাবনা জেলার ইফতার পার্টি অনুষ্ঠিত এবারো দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক

গত ১৯ জুন এনসিটিএফ পাবনা জেলা কার্যনিবার্হী কমিটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই আয়োজনে জেলা কার্যনিবার্হী কমিটির ১১ জন সদস্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় আসন্ন ঈদে শিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণের সিন্ধান্তও নেওয়া হয়। এনসিটিএফ পাবনা জেলা গত দুই মাসে ১১,১০০ টাকা অনুদান সংগ্রহ করায় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। সভা শেষে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা ২০১৫ অনুষ্ঠিত

মঞ্চে আলোচনায় অতিথিরা

মঞ্চে আলোচনায় অতিথিরা

দলীয় কাজ

দলীয় কাজ

 

 

 

 

 

দলীয় কাজ

দলীয় কাজ

 

গত ২৯ মে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে বার্ষিক সাধারন সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ৫০ জন এনসিটিএফ সাধারণ সদস্য পাবনা এনসিটিএফ এর জন্য একটি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সভায় এনসিটিএফ এর বেশ কিছু স্বউদ্দোগী কার্যক্রম পরিচালনার কথা উঠে আসে। দলগত ভাবে একটি  খসড়া কর্মপরিকল্পনা তৈরি করার পর একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন মোহাঃ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী পাবনা, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জাম্মান, শহীদ এম. মনসুর আলী কলেজ, পাবনা। সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ পাবনা জেলার সভাপতি মোঃ রিয়াদ মাহফুজ। এছাড়া উক্ত সভায় এনসিটিএফ জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপন্থিত ছিলেন।

লোকবল সঙ্কট পাবনা শিশু পরিবার

গত ১০ মে এনসিটিএফ পাবনা জেলা সরকারি শিশু পরিবার পরিদর্শনে যায়।  চরম লোকবল সঙ্কটে ভুগছে শিশু পরিবারটি। এতে প্রায় ৭ জনের পরিবর্তে ৪ জন ব্যক্তি দায়িত্ব পালন করছে। যার ফলে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। জেলা এনসিটিএফ এর ৪ সদস্য বিশিষ্ট একটি সদস্য দল শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপ তত্বাবধায়ক এর সঙ্গে কথা বলে জানতে পারেন যে এখানে লোকবল সঙ্কটের কারনে তারা প্রতিনিয়ত নানা প্রকার সমস্যার সম্মুখিন হচ্ছে।
১০০ জন শিশুর রান্নার জন্যে বর্তমানে একজন বাবুর্চি রয়েছে। যার কোন সহযোগী নেই। তাই প্রতি নিয়ত শিশু পরিবারের ২-৩ জন পালাক্রমে তার রান্নার কাজে সাহায্যে করছে। যার ফলে তাদের লেখাপড়ার ব্যঘাত ঘটছে। এমনকি যে দিন সে সকল শিশু রান্নার কাজে সাহায্য করার কারনে বিদ্যালয়ে যেতে পারছে না। শিশু পরিবারের সকল শিশুকে স্বনির্ভরশীল করে তোলার জন্য এখানে কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা থাকা স্বত্ত্বেও প্রশিক্ষক না থাকার কারনে তা বাস্তবায়িত হচ্ছে না। শিশুদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত না হওয়ার কারনে তারা স্বাবলম্বি হওয়ার দিক থেকে অনেক পিছিয়ে পরছে। তারা দ্রুত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকের ব্যবস্থার করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে।