এনসিটিএফ শেরপুরের ঈদে শিশুর আনন্দ ও বস্ত্র বিতরণ উৎসব
দূর্জয় সরকার তীর্থঃ আজ ১৭ জুলাই মোট ২৫ জন অসহায় ও দরিদ্রদের মাঝে নতুন জামা-কাপড় উপহার হিসেবে তুলে দেয় এনসিটিএফ শেরপুর জেলা কমিটির সদস্যরা । ঈদে অনেক শিশু নতুন জামা-কাপড় কিনতে পারে না । তাই আজ বিকেল ৪ টার দিকে বাংলাদেশ শিশু একাডেমী, শেরপুর জেলা শাখা ভবনের সামনে আয়োজন করা হয় ‘ঈদে শিশুর আনন্দ ও বস্ত্র বিতরণ’ নামক উৎসব । এসময় উপস্থিত ছিলেন শেরপুর এনসিটিএফ সভাপতি দূর্জয় সরকার তীর্থ , সহ-সভাপতি তনুশ্রী সরকার, সাধারণ সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক , শিশু সাংবাদিক রজত সাহা অন্তু, শিশু গবেষক অনিক মালাকার পার্থ ও মিথিলা সরকার, শিশু সংসদ সদস্য মাহমুদুল হাসান সুমন এবং সাধারণ সদস্য দিগন্ত সাহা । শিশুরা নতুন জামা পেয়ে অত্যন্ত খুশি হয়ে উঠে । আমরা আশা করি সবাই খুব সুন্দর একটি ঈদ কাটাতে পারবে । এসব ছোট্ট শিশুর সুন্দর হাসিগুলো যেন আমাদের সকল দুঃখ-কষ্টকে ম্লান করে দিল । সব শিশুকে ঈদের শিভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় ।