ওরাও পরিস্থিতির শিকার

একটা শিশু যখন মায়ের কোলে জন্ম নেয় তখন সে থাকে ফুলের মত নিস্পাপ ।  আস্তে আস্তে সে রড় হয়।  এক এক শিশুর বড় হওয়ার ধরণ এক এক রকম।  অধিকাংশ শিশু মা – বাবার আদরের ভেতর দিয়েই বড় হয় , আবার অনেক শিশু আছে,  যাদের জন্ম হয় ঠিকই কিন্তু  তাদের জন্ম পরিচয় তারা নিজেই জানেনা।  জন্মই তার ভুল।  এ ধরনের শিশুদের পথ শিশু বলা হয়।  এদের বাড়ি ঘর বড়তে কোন জিনিস থাকেনা, এদের অবস্থা, যেখানে রাত সেখানে কাথ।  সাধারনত রাস্তাই এদের বাড়ি – ঘর।  বুঝতে শেখার পর পরই অর্থ উপার্জনে নেমে যায় এরা,  ক্ষুধাটা নিবারন করার জন্য।  অর্থ উপার্জনের জন্য টোকাইয়ের পেশাটাকে ওরা শ্রেয় বলে মনে করে ।  সারাদিন নানা জিনিসপত্র টোকায়, রাতে ওইগুলো বিক্রি করে কিছু টাকা পায় ।  উপার্জিত টাকা খাবারের পিছনে ব্যয় না করে  নানা ধরনের নেশার দ্রব্যের পিছনে ওরা ব্যয় করে। নেশার দ্রব্যের ভিতর ডান্ডি, সিগারেট অন্যতম।  যত  বড় হতে থাকে নেশার দ্রব্যের পরিমানও বাড়তে থাকে।  এদের মধ্যে অনেকে চুরিও করে। চুরি করতে গিয়ে ধরা পরলে মারও খায়, কিন্তু পরমুহুর্তে সব ভুলে আবার আগের মত সব শুরু করে।  বড় হতে থাকলে চুরির ধরনও বাড়তে থাকে।  অস্তে আস্তে এরা ছিনতাই কারিতে পরিনত হয় ।

ওদের জীবনটা মাদকের মধ্যেই সীমাবদ্ধ।  ওদের বোঝানোর মত কেউ নাই তাই ওরা নিজেরা যেটা ভাল মনে করে,  নিজারা যেটা ভাল ভাবে সেটাই করে।

ওরাওতো পারতো ভালভাবে বাঁচতে,  ভালভাবে থাকতে কিন্তু আমাদের সমাজ তাকে ভাল থাকতে দেয়নি,  পরিস্থিতি ওদের আজ এ অবস্থায় এনে দাড় করিয়েছে।  ওরাও পরিস্থিতিরর শিকার ।  আমরাই পারি ওদের ভাল পথে আনতে।  আমাদের প্রত্যেকের উচিৎ ওদের অধিকারটা ওদের বুঝিয়ে দেওয়া।

downloadদীপন দে,
শিশু গবেষক
খুলনা এনসিটিএফ।

মৌলভীবাজারে বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাহফু জুর মাহদীঃ২৯জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে চাঁদনীঘাটের প্রায় ৩০ জন বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক মজুমদার, বর্তমান কমিটির অর্ঘ মজুমদার,সাবেক কমিটির সভাপতি ও বর্তমান কমিটির জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান, মাহফুজুর রহমান ,মরিয়ম বেগম, কামরুল ইসলাম, রেডিও পল্লী কণ্ঠের লিঙ্কন,রামিম,ফয়সল প্রমুখ।_MG_7541

_MG_7597

মৌলভীবাজারে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২৫ই জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমীতে প্রায় অর্ধশতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ, বর্তমান কমিটির সুমা আক্তার, সাদিয়া ওসিমা লিলি,সাবেক কমিটির মাহফুজুর রহমান,জাবেদ আলী, কামরুল ইসলাম প্রমুখ।IMG_6069

জয়পুরহাটে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তাপস খানঃ  এনসিটিএফ জয়পুরহাটের তত্বাবধানে ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পড়িয়ে দেয়া হয়।ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, ঢাকার দীপ্ত শিখা সংগঠনের প্রতিনিধি নিউ বি কষ্টা, এনসিটিএফ জয়পুরহাটের সাবেক সভাপতি শিশু সংগঠক আল আমীন হিরা, মোঃ সারেহুর রহমান সজিব, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সদস্য মাহমুদুল হাসান মুন্না, আবাবিল হোসেন উপস্থিত ছিলেন।

এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন

জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

ব্যালট পেপার সংগ্রহ করছে ভোটাররা

শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ  করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।

নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

ভোট গণনা করছে নির্বাচন কমিশন

এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ

১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান

এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ২১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বগুড়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

দলগত কাজ শেষে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছে দুজন শিশু

বগুড়া এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোপাল চন্দ্র সরকার,জেলা শিক্ষা অফিসার,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য শংকর,বার্তা সম্পাদক,করতোয়া, শাহ মো: ইসাহাক আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বাংলাদেশ শিশু একাডেমী, বগুড়া এবং লোটাস চিসিম, সিনিয়র এডিপি ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া।

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দলগত কাজ চলছে

অনুষ্ঠানের শুরুতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী স্বাগত বক্তব্য দেন। এরপর এনসিটিএফ সম্পর্কে বিস্তারিত ধারণা ও এনসিটিএফ এর গত ২বছরের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।এরপর অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা শেষে এনসিটিএফ সাধারণ সদস্যদের নিয়ে ২০১৬-১৭এর এনসিটিএফ বগুড়ার কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এসময় এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিশুদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগীতা করা হবে

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  পুলিশ কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য্য বলেন, চট্টগ্রামে শিশুদের যাবতীয় সমস্যা সমাধান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে। মাদক গ্রহণ থেকে শিশুদের বিরত রাখতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স( এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রামের শিশু অধিকার পরিস্থিতি জ্ঞাপনের লক্ষে  এনসিটিএফ সদস্যরা সিএমপি কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চাইল্ড পার্লামেন্ট সদস্য শাহরিয়ার তামিম সৌরভ, আইনুন নিশাত সিনান এবং মুকাদ্দেসুর রহমান প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এনসিটিএফ যে সকল কাজ করে যাচ্ছে তা খুবই চমৎকার। তাদের এই কাজে তারা সফল হবেই।

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা।

নবনির্বাচিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

মাহফুজুর  মাহদীঃ১৫ই জানুয়ারি ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী এবং কামরুল ইসলাম ।

সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার নিউজলেটার ” শিশু দর্পণ” এর পরবর্তী সংখ্যা প্রকাশ করা এবং শীত বস্ত্র বিতরণের ব্যাপারে আলোচনা করা হয়।এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে সকাল ১১ঃ৩০ ঘটিকা পর্যন্ত চলে।IMG_5481

গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

মো: তাওহীদ-উল-ইসলাম ॥ জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে।
গত ১০ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছা: রেবেকা পারভীন, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব স্বপন কুমার সরকার, সরকারি শিশু পরিবার বালিকার প্রশিক্ষক চৌধুরী ফরিদা পারভীন, রেডিও সারাবেলা গাইবান্ধা এর প্রতিনিধি মো: মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট (ছেলে ও মেয়ে) সমন্বয়ে জেলা কার্য নির্বাহী কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। নির্বাচন শেষে কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।

নীলফামারীর শিশু অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব: গত ১৪ই জানুয়ারি ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) নীলফামারী জেলায় আয়োজনে  অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় ছিল শিশু সুরক্ষা, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য।  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, দৈনিক নীলদর্পন, বৈশাখী টিভি সহ আঞ্চলিক কিছু সংবাদপত্রের এবং ওয়েব পোর্টালের সাংবাদিক সমূহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি জোটের আহবায়ক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু কর্মকরতা ।
সম্মেলনের শুরুতেই প্রেস নোট উপস্থাপন করেন জেলা এনসিটিএফ এর সভাপতি মোজাহিদুল হাসান। তারপর প্রশ্ন উত্তর পর্বে, এনসিটিএফ জেলা কমিটির সদস্যগন তাদের কাজের অভিজ্ঞতা, বাধা বিপত্তির কথা এবং সফলতার কথা তুলে ধরেন ।
সাংবাদিকগন আমাদের কথাগুলো সকলের সামনে তুলে ধরার আশ্বাস দেন।  শেষে, জেলা এনসিটিএফ এর সাংগাঠনিক সম্পাদক রাবেয়া খানম মিস্টি’র শুভেচ্ছা বক্তব্য দ্বারা অনুসঠানের সমাপ্তি হয়।