এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার মানব্বন্ধন সম্পন্ন

হবিগঞ্জ জেলার বাহুবলে চার শিশুকে অপহরণ এবং পরবর্তীতে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এই ঘটনায় জড়িত সকল অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে হবিগঞ্জ জেলা প্রশাসকের এর কার্যালয়ের সামনে মানববন্ধন এর আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (NCTF) হবিগঞ্জ । পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ।

এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা এর স্বারকলিপি প্রদান

হবিগঞ্জ জেলার বাহুবলে চার শিশুকে অপহরণ এবং পরবর্তীতে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এই ঘটনায় জড়িত সকল অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে এবং শিশুর সুরক্ষার জন্য জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা।

শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে এই দেশকে ….. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

আফনান আলম সাকিব: “আগামী দিনের ভবিষ্যত মেধাবী শিশুদের মাঝে আমার থাকতে ভাল লাগে। শিশুরাই আগামীতে

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

এই দেশকে নেতৃত্ব দিবে। আমি সেখানে ব্রাহ্মণবাড়িয়ার এই মুখগুলোকে দেখতে চাই।” গত ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে  প্রায় সাত শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সবর্ধনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সাফায়েত জামিল নওশানের

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ

হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ডা. মোহাম্মদ বজলুর রহমান এবং ডা. মো: আবু সাঈদ উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

 

শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতারা আক্তার সেতু, জেলা কমিটির সদস্য এবং  উপদেষ্টাসহ ব্রাহ্মণবাড়িয়া  জেলার বিভিন্ন বয়সের প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

 

সম্পূর্ণঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ সদস্য জান্নাতুল পুকুনাস এবং মুকসিদুল হক সৃজন। আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

১২ ফেব্রুয়ারি ২০১৬ রোজ শুক্রবার , এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে । নির্বাচনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যলয় । বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬ অনুষ্ঠিত হয় সকাল ৯টা হতে সকাল ১০ টা পর্যন্ত । অতপর শুরু হয় এনসিটিএফ খুলনার দ্ বিবার্ষিক নির্বাচন । উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় । ৩০০ ভোটারের উপস্থিতিতে স্বচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।  উক্ত নির্বাচনে পিজাইডিং  অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সুজিত কুমার সাহা  জেলা কালচারাল অফিসার, খুলনা । প্রধান নির্বাচন  কমিশনার এর দায়িত্বে ছিলেন মারশাফি মহাম্মদ অর্ক এবং মোঃ রকিবুল ইসলাম । সকল প্রার্থীর ভোট গ্রহন শেষে পিজাইডিং  অফিসার।  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আবুল আলম সকল প্রার্থীদের সম্মুখে ভোট গননা করনে । ভোট গননা শেষে নির্বাচিত ১১ কমিটির নাম ঘোষনা করেন পিজাইডিং  অফিসার । নির্বাচনে বিজয়ী  ১১  সদস্যের নাম হল –

১. সভাপতি – লিটন হাওলাদার ।

২ .সহ- সভাপতি – পুূজা সাহা ।

৩ .সাধারণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস রুবা ।

৪.যুগ্ন – সাধারণ সম্পাদক – হিমাদ্রি সরকার রাজন ।

৫ .সাংগঠনিক – সম্পাদক – রাফিয়া ইসলাম ।

৬ .চাইল্ড পার্লামেন্ট ছেলে – ইমাম আবু জুবায়ের ।

                           মেয়ে – নুসরাত জাহান সুমনা ।

৭. শিশু সাংবাদিক ছেলে- আরিয়ান নুহান ।

                        মেয়ে- জান্নাতুল ফেরদৌস মিতু ।

৮. শিশু গবেষক ছেলে- সানজিদ হাসান সাজিন ।
মেয়ে- সানজিদা ইসলাম ।

উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হল । নির্বাচনের সাার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মো : মিদুল ইসলাম মৃদুল ।

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

এনসিটিএফ খুলনার দ্বি বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা ২০১৬

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স

আদ্য সকাল ১০ টায়, জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো শিশু সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরন কর্মসূচি।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল সামাদ ( বিভাগীয় কমিশনার খুলনা ),  মুল প্রবন্ধ উপস্থাপনা করেন – ডাঃ মোঃ আমিনুল ইসলাম ( কর্মসূচি পরিচালাক মহিলা ও শিশু মন্ত্রনালয়)  এবং অনুষ্ঠানে সভাপতি জেলা প্রসাসক মহদয়ের অনুপস্থিততে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রসাসক খুলনা।  উক্ত অনুষ্ঠানে শিক্ষক,  কাজী,  পুরহিত,  নানা জিও, এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে খুলনা এনসিটিএফ এর ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  শিশুদের পক্ষ থেকে বক্তব্য প্রতান করে – দীপন দে (শিশু গবেষক, খুলনা এনসিটিএফ)  এবং এইচ. এম লিটন হাওলাদার ( চাইল্ড পার্লামেন্ট খুলনা এনসিটিএফ)।
এখানে বাল্য বিবাহ প্রতিরোধে নানামুখি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয় এবং বাল্য বিবাহ প্রতিরোধক আইন সম্পর্কে বিশ্লেষন করা হয়।  সরকারের নানামুখি পদক্ষেপের কথাও বলা হয়।   বালিকা বধু নয়,  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয় উক্ত অনুষ্ঠানে।

দীপন দে, শিশু গবেষক -খুলনা এনসিটিএফ।

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর সনদ পত্র বিতরণ

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর সনদ পত্র বিতরণ

অদ্য সকাল ১০ টায় খুলনা জেলা শিশু একাডেমী প্রঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল  জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০১৬ এর প্রতিযোগিতা ও সনদ পত্র বিতরণ।  উক্ত অনুষ্ঠানে খুলনা জেলার নানা প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহন করে। উৎসব মুখোড় পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে খুলনা শিশু একাডেমী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার সুজগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব, মোস্তফা কামাল। তিনি বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেলা পর্যায়ে বিজয়ী শিশুরা আগামী ১৬ জানুয়ারি যশোর শিল্পকলা একাডেমী যাবে বিভাগীয় পর্যায়ে    প্রতিযোগিতায় অংশগ্রহন করতে।

দীপন দে, শিশু গবেশক,খুলনা এনসিটিএফ।

জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ নওগাঁর নতুন কমিটির সাক্ষাৎ

আমির তাহেরীঃ৩ ফেব্রুয়ারি  সকাল ১০টায় নওগাঁ জেলার  জেলা প্রশাসক জনাব ড. মোঃ আমিনুর রহমান এর সাথে এনসিটিএফ নওগাঁ জেলার নর্বনির্বাচিত কমিটি (২০১৬-১৭) সাক্ষাৎ করে।

জেলা প্রশাসককে এনসিটিএফ নওগাঁ জেলা কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি এনসিটিএফ নওগাঁ জেলার কার্যক্রম জেনে খুব খুশি হন এবং নওগাঁ জেলার শিশুদের ও এনসিটিএফ নওগাঁ জেলার পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাজেদা ইয়াসমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ,নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন।