আফনান আলম সাকিব: “আগামী দিনের ভবিষ্যত মেধাবী শিশুদের মাঝে আমার থাকতে ভাল লাগে। শিশুরাই আগামীতে
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ
এই দেশকে নেতৃত্ব দিবে। আমি সেখানে ব্রাহ্মণবাড়িয়ার এই মুখগুলোকে দেখতে চাই।” গত ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে প্রায় সাত শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সবর্ধনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।
এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সাফায়েত জামিল নওশানের
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ
হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ডা. মোহাম্মদ বজলুর রহমান এবং ডা. মো: আবু সাঈদ উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ
জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন
শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতারা আক্তার সেতু, জেলা কমিটির সদস্য এবং উপদেষ্টাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন বয়সের প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ
সম্পূর্ণঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ সদস্য জান্নাতুল পুকুনাস এবং মুকসিদুল হক সৃজন। আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।