এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির জুলাই মাসের মিটিং অনুষ্ঠিত (NCTF Kishoreganj Executive Committee Meeting held in July)

২৭-০৭-১৬ তারিখে হয়ে গেল এনসিটিএফ, কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির মাসিক মিটিং। মিটিং এ বর্তমান শিশুদের শিক্ষার অধিকার ও শিশুদের উপর চলমান সহিংসতা নিয়ে আলোচনা করা হয়। মিটিং এ এনসিটিএফ এর কার্যকরী কমিটির সদস্য ছাড়াও সাধারন সদস্যগণ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল আসিফ
শিশু সাংবাদিক
এনসিটিএফ, কিশোরগঞ্জ

২০১৬ – ২০১৭ সালের চাইল্ড পার্লামেন্ট কমিটি গঠনঃ

গত ৩১ জুন সাভারের হোপ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হল চাইল্ড পার্লামেন্ট কমিটি ২০১৬ এর নির্বাচন । বাংলাদেশের ৬৪ টি জেলার ৮৬ জন এনসিটিএফ সদস্যদের স্বচ্ছ ভোট দানের মাধ্যমে গঠন করা হয় ২০১৬ – ২০১৭ সালের  নতুন চাইল্ড পার্লামেন্ট কমিটি।

২০১৬-২০১৭ চাইল্ড পার্লামেন্ট কমিটির নাম ও তাদের পদবীঃ

১।মেফতাহুন নাহার (স্পিকার)
২। ফেরদৌস নাঈম (ডেপুটি স্পিকার )
৩। মাহমুদা সিদ্দিকা এলিজা (ডেপুটি স্পিকার)
৪। জান্নাতুল ফেরদৌস মণি (প্যানেল ডেপুটি স্পিকার)
৫। সামিউল ইসলাম (প্যানেল ডেপুটি স্পিকার)

২০১৬ – ২০১৭ সালের এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি গঠনঃ

গত ১৫ জুন সাভারের হোপ ফাউন্ডেশনে হয়ে গেল এনসিটিএফ এর জাতীয় সম্মেলন ২০১৬ বাংলাদেশের ৬৪ টি জেলার এনসিটিএফ কমিটির সভাপতি এবং সহ–সভাপতিদের স্বচ্ছ ভোট দানের মাধ্যমে গঠন করা হয় ২০১৬ – ২০১৭ সালের  নতুন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি।

এনসিটিএফ ২০১৬-২০১৭ কমিটির সদস্যদের নাম ও তাদের পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ

সভাপতি: সাফায়েত জামিল নওশান (ব্রাহ্মণবাড়িয়া)
সহ-সভাপতি: মতিয়া চৌধুরী (চাঁদপুর)
সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার রাহিম (টাঙ্গাইল)
সাধারণ সম্পাদক: জিয়ানা বিনতে জাহিদ মৌরিন (রাজশাহী)
যুগ্ম-সাধারণ সম্পাদক: মহিউদ্দীন রহমান (মানিকগঞ্জ)

এনসিটিএফ ময়মনসিংহের জুলাই মাসের মাসিক মিটিং অনুষ্টিত (NCTF Mymensingh monthly meeting held in July)

২১ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক মিটিং অনুষ্টিত হয়।উক্ত মিটিং এ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,জেলা ভলিন্টিয়ার ও নতুন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব: মেহেদী আহসান উপস্থিত ছিল।

তারপর বিকাল ৫টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে, বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ এর আয়োজনে, মরহুম জেলা  শিশু বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর স্বরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ময়মনসিংহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব: মেহেদী আহসান , অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাউদ্দিন -লাইব্রেরিয়ান,সরকারি গনস্থাগার ময়মনসিংহ । আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ এনসিটিএফ এর কার্যনির্বাহী সকল সদস্যরা । এবং শিশু একাডেমীর সকল কর্মকর্তাগন।

শামস আল জাফির
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।

সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করবে এনসিটিএফ রাজশাহী

গত ১৯ জুলাই বিকাল ৩ ঘটিকায় এনসিটিএফ রাজশাহী জেলার জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত্ব করেন জিনিয়া মৌরিন। উক্ত সভায় বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ সিন্ধান্ত নেয় কমিটি। যার মধ্যে উল্লেখ্য এই মাসেই এনসিটিএফ রাজশাহী জেলার ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করবে। এছাড়া আগামী ২৫ জুলাই শিশু নিকেতন পরিদর্শনে যাবে কমিটি। গুরত্ত্বপূর্ন এই সভায় কমিটি সদস্যবৃন্দ ছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

খুলনা এনসিটিএফ এর ব্যতিক্রমধর্মী উদ্দোগ (Exceptional initiatives of Khulna NCTF)

ব্যতিক্রমধর্মী  কিছু করার ভাবনা থেকে ভলেন্টিয়ারিজম এবং লিডারশিপ  বিষয়ক কর্মশালার আয়োজন করলো খুলনা এনসিটিএফ।  অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমী খুলনা প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।  যেখানে ভলেন্টিয়ারিজম সম্পর্কে ধারন প্রদান করে সৌরভ সাহা  এবং লিডারশিপ সম্পর্কে ধারন প্রদান করে দীপন দে। এছাড়াও কর্মশালাটিতে এনসিটিএফ এর কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়। এনসিটিএফ এর কর্মকান্ড সম্পর্কে আলোচনা করে এইচ এম লিটন হাওলাদার ( সভাপতি, খুলনা এনসাটিএফ)  কর্মশালাটির উদ্বোধন করেন, জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তাখুলনা) পুরোটাই নিজ উদ্দোগে  ২০ জন শিশুকে ভলেন্টিয়ারিজম এবং লিডারশিপ সম্পর্কে ধারনা  প্রদান করে খুলনা এনসিটিএফ।

“প্রথম বারের মতো এনসিটিএফ মানিকগঞ্জ জেলার উদ্দ্যোগে অনুষ্ঠিত হলো দুস্থ ও পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন”।

 ৩০ জুন ২০১৬ ইং এনসিটিএফ মানিকগঞ্জ জেলার উদ্দ্যোগে এবং মানিকগঞ্জ জেলা পুলিশ প্রধান এর সহযোগিতায় ১ম বারের মতো দুস্থ পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।এটিই ছিলো এনসিটিএফ মানিকগঞ্জ জেলার প্রথম বারের মতো দুস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন কার্যক্রম।উক্ত কার্যক্রমকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়।মোট ৭০ জন দুস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরনের আয়োজন করা হয়।যাদের মধ্যে ৩৫ জন শিশুকে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মাহ্ফুজুর রহমান(বিপিএম) এর সহযোগিতায় বেলা দুপুর টায় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শিশুদের মাঝে সফল সুন্দর ভাবে ঈদ বস্ত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফারজানা নাসরিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত হাসান এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মাহ্ফুজুর রহমান (বিপিএম),পুলিশ সুপার মানিকগঞ্জ।

এরপর একই দিনে এনসিটিএফ মানিকগঞ্জ জেলার নিজ অর্থায়নে বাংলাদেশ শিশু একাডেমীতে আরও ৩৫ জন দুস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা  জানব মো:শরিফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো:মহিউদ্দিন রহমান সাকিব,সভাপতি এনসিটিএফ,মানিকগঞ্জ জেলা এবং যুগ্ন সাধারণ সম্পাদক,এনসিটিএফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এনসিটিএফ মানিকগঞ্জ জেলার সহসভাপতি জাহরাতুর মেহের ঐক্য,সাধারণ সম্পাদক নওশিন সিদ্দিকি জেবিন এবং এনসিটিএফ মানিকগঞ্জ জেলার সকল সদস্যবৃন্দ।

৩০জুন,২০১৬
মো:মহিউদ্দিন রহমান সাকিব
সভাপতি,এনসিটিএফ মানিকগঞ্জ।

শিশুদের জন্য নেই কোন স্কুল (There is no school for children)

আমাদের গ্রামের নাম মহিনন্দ চরপাড়া। এটি কিশোরগঞ্জ শহর হতে অনেকটা দূরে। এলাকায় প্রায় চার হাজার মানুষের বাস।কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। তাই বাধ্য হয়ে তিন থেকে চার কিলোমিটার দূরের এক বিদ্যালয়ে গিয়ে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয় দূরে হওয়ার কারনে অনেক শিশু স্কুলেই যায় না। সরকার ঐ এলাকায় স্কুল প্রতিষ্ঠার উদ্দোগ নিলে ভূমি মন্ত্রনালয় ৩১ শতক খাস জমি বরাদ্দ দেয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় এক প্রভাবশালী জমি দখল নেয় এবং সেখানে অবকাঠামো তৈরি করে।তার কাছে জানতে চাইলে সে দাবি করে সে জমিটি কিনেছে। এ বিষয়ে দুইটি মামলা হলে দুই মামলাতেই সে হারে। মামলায় হারার পরও প্রসাশন তাকে উচ্ছেদ করে কেন স্কুল নির্মান করছে না তা এখন সবার প্রশ্ন। এই বিষয়ে একাত্তর টিভিতে সংবাদ এসেছে।

Abdullah Al Asif
Child journalist
NCTF,Kishoreganj

এনসিটিএফ কিশোরগঞ্জ এর উদ্দোগে শিশুদের ঈদ বস্ত্র বিতরন (NCTF Kishoreganj initiative for children distributed Eid clothes)

শিশুদের মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে আজ এনসিটিএফ, কিশোরগঞ্জ এর উদ্দোগে অনুষ্ঠিত হলো দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে ঈদ বস্ত্র বিতরন। তাদের মুখের একটু ফুটলেই আমাদের আয়োজন সফল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুদের মা বলে খ্যাত সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস খালেদা ইসলাম, এডভোকেট মায়া ভৌমিক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি। এই অনুষ্ঠানে ৪০ জন শিশুকে ঈদ বস্ত্র দেওয়া হয়।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে দুঃস্থ শিশুদের ঈদবস্ত্র বিতরণ

৪-০৭-১৬ ইং তারিখ,সোমবার,জেলা শিশু একাডেমী ভবনের এনসিটিএফ হলরুমে জেলা শিশু একাডেমীর সহযোগীতায় #এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে ২৫জন শিশুকে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,চাঁপাইনবাবগঞ্জ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জনাব মোঃসিরাজুল ইসলাম,সহকারী অধ্যাপক (অবঃ),শাহনেয়ামুতুল্লাহ কলেজ,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃআমিনুল ইসলাম,জেলা প্রতিনিধি,সমকাল ও একুশে টেলিভিশন,চাঁপাইনবাবগঞ্জ।এছাড়া এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।আমাদের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সবসময় আমাদের পাশে থেকেছেন
প্রফেসর ডঃ মাযহারুল ইসলাম তরু,বিভাগীয় প্রধান,বাংলা,নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মোহিত কুমার দাঁ,বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক;জনাব মোঃ শাহ আলম,শিক্ষক (অবঃ),নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মোঃ মোসফিকুর রহমান,সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল; শাহনাজ বেগম,সহকারী প্রধান শিক্ষক,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ; রোকসানা আহমেদ,প্রধান শিক্ষক,গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ;মোঃমারুফুল ইসলাম,প্রধান শিক্ষক,নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ-সহ আরও অনেকে।
সকলকে এনসিটিএফ,চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।