২০ আগষ্ট এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা পরিদর্শন করে বাংলাদেশের শ্রেষ্ঠ ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলার সোনারায় ইউনিয়নে ছাইতানতোলা গ্রামে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে। পরে এটি জাতীয়করন হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়টি মোট ২.২৮৫ একর জমির উপর অবস্থিত।এখানে রয়েছে একটি ৫ তলা ভবন, ২টি দ্বিতল ভবন, ৫টি অর্ধ দালান। ভবন গুলোতে রয়েছে ১টি প্রধান শিক্ষকের কক্ষ,১টি সহকারি শিক্ষকদের কক্ষ, ২২টি শ্রেণি কক্ষ, ১টি সভা কক্ষ, ১টি ক্লিনিক কক্ষ,১টি অতিথি কক্ষ,১টি উপকরণ কক্ষ, ১টি ভৌগলিক কক্ষ,১টি কম্পিউটার কক্ষ,১টি বিজ্ঞানাগার,১টি ছাত্রাবাস ভোজনালয়, ১টি রান্না ঘর ১টি সেলাই ও লন্ড্রী কক্ষ। এছাড়া রয়েছে শিশুদের জন্য বিশাল মাঠ, শহিদমিনার,মসজিদ, পোস্ট অফিস, সরকারি ক্লিনিক,মডেল চিড়িয়াখানা ইত্যাদি। বিদ্যালয়টিতে বর্তমানে ১০৫৩ জন শিক্ষার্থী, ১৫ জন সরকারি ও ৫৮ জন বেসরকারি শিক্ষক রয়েছে। বিদ্যালয় চত্তরে রয়েছে দীপশিখা নামের একটি ছাত্রাবাস। যেখানে ১২০ আবাসিক শিক্ষার্থী অবস্থান করছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা পরিদর্শনে আসে। আর এসবের পিছনে যার অবদান রয়েছেন তিনি হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল আলম। তার ঐকান্তিক চেষ্টার ফল বর্তমান পর্যায়। বর্তমান প্রধান শিক্ষক জনাব বে-নজির আহম্মেদ লিংকন বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো আনন্দের বিষয় হলো বিদ্যালয় টি বর্তমানে ১০০ বছরে পদার্পণ করেছে। সবমিলিয়ে বিদ্যালয়টি একটি স্বপ্নপুরির মত যেখানে শিশুরা আনন্দের সহিত লেখাপড়া করছে।