চাঁদপুর জেলায় শিশু অধিবেশনের প্রস্তুতি
চাঁদপুর জেলা ন্যশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর চলিত বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা অনুযায়ী এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ভিত্তিক শিশু অধিবেশন। যেখানে অংশগ্রহন করবে চাঁদপুরের ৮ উপজেলার বাছাইকৃত শিশুরা আর কথা বলবে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে।
তারই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ থেকে জেলা এনসিটিএফ শুরু করছে উপজেলার বিভিন্ন স্কুল থেকে শিশু বাছাই। ইতিমধ্যে হাজিগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও চাঁদপুর সদরের বিভিন্ন স্কুল থেকে শিশু বাছাই করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল সকাল ৯ টায় চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ জেলা শিশু একাডেমিতে ৮ উপজেলার প্রায় ৫০ জন শিশুদের নিয়ে শুরু হবে শিশু অধিবেশনের কর্মশালা। উপজেলার শিশু বাছাই পর্বে প্রতিদিন অংশ গ্রহন করছে জেলা এনসিটিএফ এর সভাপতি মতিয়া চৌধুরী, সহ- সভাপতি জোবায়ের আহমেদ, সাধারন সম্পাদক আসিফ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক ঝিমি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, শিশু সংসদ সদস্য মুরাদ চৌধুরী, শিশু সংসদ সদস্য লোপা, শিশু গবেষক ইসতিয়াক হিমেল, শিশু গবেষক উযমা, শিশু সাংবাদিক মারিয়া চৌধুরী, শিশু সাংবাদিক আবির, জেলা ভালান্টিয়ার ইয়াসমিন আক্তার ও কাউছুল উল রাব্বি।