মে দিবসে কর্মজীবী শিশুদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করলো এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল স্টেশন সংলগ্ন বস্তির কর্মজীবী শিশুদের নিয়ে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটি। এ সময় শিশুশ্রম বন্ধ এবং এর কুফল সম্পর্কে শিশুদের অভিভাবকদের সাথে উঠন বৈঠক করে এনসিটিএফ। এরপর আয়োজন করা হয় কর্মজীবী শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। তিনটি প্রতিযোগিতায় সর্বমোট ৪০ জন শিশু অংশগ্রহন করে। চকলেট দৌড়, মিউজিক বল এবং মোড়গ লড়াই খেলায় শিশুদের আনন্দের সীমা ছিল না। চকলেট দৌড় খেলায় পরশ, ইয়াসিন, সুলতান যথাক্রমে ১ম, ২য় এবং ৩য়, মিউজিক বল খেলায় শ্রাবণ, তমা, ফয়সাল যথাক্রমে ১ম, ২য়, ৩য় এবং মোরগ লড়াই খেলায় নিশান, রায়হান ও অন্তর যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় হয়। খেলার শেষে সবাইকে চকলেট বিতরণ এবং বিজয়ীদের পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হবে তা জানিয়ে দেওয়া হয়। শিশুরা সবাই এধরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত।