এনসিটিএফ রাঙামাটির উদ্যোগে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
০৫-০৫-১৭ইং শুক্রবার বিকেলে রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটির উদ্যোগে “শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” স্লোগানকে সামনে রেখে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।
এনসিটিএফ’র জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় সভাপতি ছালেহ আহমদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল এতে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ এর আজীবন সদস্য মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, এনসিটিএফ সারা বাংলাদেশে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা করার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিণির্মানে কাজ করছে এনসিটিএফ। তিনি আরো বলেন, এনসিটিএফ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সমাজের এই জনগোষ্ঠিকে মুল ধারার সাথে একই কাতারে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে।