হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন
১১-০৫-১৭ ইং রোজ বৃহঃস্পতিবার কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা কিশোরগঞ্জ সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ড ও শিশু ওয়ার্ড পরিদর্শন করে। পরিদর্শনে গিয়ে হাসপাতালের ডাক্তার ও ভর্তিকৃত রোগীদের কাছ থেকে এখানকার বর্তমান চিকিৎসা ব্যবস্থা, সুবিধা ও অসুবিধা সমূহ জানা যায়। শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারে প্রচুর ভিড় হওয়ার কারনে রোগীদের অনেক ভুগান্তিতে পরতে হচ্ছে। পর্যাপ্ত পরিমান জায়গা এবং ডাক্তারের অভাবে এই অসুবিধার সৃষ্টি হয়েছে। নবজাতক ওয়ার্ড পরিদর্শন করে জানা যায় যে, সেখানে মাত্র ১০ টি সিট রয়েছে কিন্তু ভর্তিকৃত রোগী ৩০ জন। প্রতি সিটে ২ বা ৩ জন করেও রোগী থাকতে হচ্ছে। এতে করে তাদের থাকার সমস্যা সহ কম জায়গায় বেশি রোগী হওয়ার ফলে ডাক্তারা ঠিকমত চিকিৎসা দিতে পারছেন না। স্পেশাল কেয়ার ইউনিটেও এই অবস্থা পরিলক্ষিত হয়েছে। শিশু ওয়ার্ডে শিশুদের ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান এক শিশুর মা। তিনি বলেন যে, তার শিশুর ফুসফুসের রোগ ধরা পরেছে এবং তারা ৪ দিন যাবত শিশু ওয়ার্ডে ভর্তি। নার্সরা সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে এবং ডাক্তারগন দিনে এক বার সব রোগীদের দেখতে আসেন। হাসপাতাল থেকে বিনামূল্যে কিছু ইনজেকশান দেওয়া হলেও বেশিরভাগ দরকারি ঔষধ নিজেদের কিনে নিতে হয়।