সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
২১-০৬-২০১৭ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে গরিব, পথশিশু, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথী থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথী বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্দোগটি মহান। শিশুরাই শিশুদের জন্য কাজ করছে। অবশ্যই এই এনসিটিএফ’র শিশু অনান্য শিশুদের থেকে আলাদা। এসময় জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ এনসিটিএফ’র শিশু অধিকার বিষয়ে কাজের পাশে থাকার কথা বলেন। তিনি শিশু একাডেমি এবং সরকারি ভাবে পরিচালিত জাতীয় এই শিশু সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন। শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সহ-সভাপতি মাহফুজা লুবনা শোভা, শিশু গবেষক আসাদ, সদস্য নাঈমা, শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবু বকর সিদ্দিক। সম্পুর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক সময়ের সমীকরণ’র শিশু সাহিত্য বিষয়ক সাপ্তাহিক পাতা ”স্বপ্নচারী’র” সম্পাদক, এনসিটিএফ’র শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী সাংবাদিক মেহেরাব্বিন সানভী।