এনসিটিএফ খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন
১১ জুন, ২০১৭ এনসিটিএফ খুলনা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে। যেখানে পানির সমস্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ঘাটতি দেখা যায়। যা কতৃপক্ষকে জানালে তারা দ্রুত সমাধান করে।
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে শিশু ও স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করে তারা। সদস্যরা সংগঠিতভাবে শিশু ও স্বাস্থ্য বিভাগের সকল শিশু এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং হাসপাতালের ব্যাপারে তাদের মতামত জানতে চান। অভিবাবকেরা নানামুখী সুবিধা – অসুবিধা সম্পর্কে খুলনা এনসিটিএফ কে অবগত করে। তারা বলে – একটা সরকারী হাসপাতাল হিসাবে যা যা সুবিধা থাকা প্রয়োজন তা সবই আছে এই হাসপাতালে কিন্তু মাঝে মাঝে পানির সমস্যা দেখা দেয় এখানে ও পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক অভাব রয়েছে যার ফলে শিশুরা আরও অসুস্থ হয়ে পরে । পানির সমস্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারে কাছে ব্যপারটি জানতে চাইলে তিনি বলেন – খুব শীঘ্রই এ সমস্যার সমাধান করবে তারা। তবে এ বিষয় আরএমও জনাব ফারাজি উদ্দিনকে জানালে তিনি বলেন আগামি এক সপ্তাহের মধ্যে অন্তত অন্য কোন ওয়ার্ডের সমস্যা গুলো সমাধান করা হবে। পরে ২২ জুন, ২০১৭ খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু ওয়ার্ডের পরিদর্শনে গেলে পরিবর্তন লক্ষ করা যায়।