এনসিটিএফ হবিগঞ্জ এর স্কুল পরিদর্শন
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ৩০-০৭-২০১৭ইং (রবিবার ) প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এনসিটিএফ হবিগঞ্জ জেলা কমিটি এবং স্কুল কমিটির সদস্যবৃন্দ। বিভিন্ন সময়ই অভিযোগ উঠে শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোর বেহাল অবস্থার কথা। এমন একটি অভিযোগের উপর ভিত্তি করে এড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যায় এনসিটিএফ হবিগঞ্জ। সেখানে প্রথমেই যে বিষয়টি নজর কারে তা হলো বিদ্যালয়ের শিশুরা আসে লেখাপড়া করার জন্য। কিন্তু সেখানে নিজেরা শ্রেণিকক্ষ ঝাড়ু দিচ্ছে, ক্লাস রুমে বসার চেয়ার-টেবিল ঠিক-ঠাক করছে। যেখানে এই সমস্ত কাজ করার জন্য আলাদা লোক থাকার কথা। বিদ্যালয়ে শাস্তির জন্য যত্ন সহকারে বেত রাখা হয়েছে। নিয়মিত ক্লাস হয় কিনা ছাত্র- ছাত্রীদের কাছে জানতে চাইলে প্রথমে ভয়ে কিছু বলতে না চাইলেও পরে বললো বাংলা আর ধর্ম ক্লাস ছাড়া কোন ক্লাসই নিয়মিত হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যদি পড়ার সময় কাজেই ব্যস্ত থাকে তবে শিক্ষা লাভ করবে কখন? আর শিশুরাই কেন এই সমস্ত কাজ করবে? এমন প্রশ্নের জবাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বাচ্চারা কোন সময় এসব কাজ করছে এই বিষয়ে উনার জানা নেই। ভবিষ্যতে উনি এমন বিষয়ে সচেতন থাকবেন। এখন প্রশ্ন হলো বাচ্চারা এই কাজ কখন করলো এইটা যদি উনি না বলতে পারেন বাকি সমস্যা গুলোর সমাধান উনি কিভাবে দিবেন!