২০০৫ এর পর নতুন কোন খেলার সরঞ্জাম পাইনি রংপুরের ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্কুল অবকাঠামো এবং শিক্ষা ব্যবস্থা ভাল চললেও খেলার তেমন কোন ব্যবস্থা নেই ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত ০১ আগষ্ট এনসিটিএফ রংপুর জেলা শহরের উক্ত স্কুলে পরিদর্শনে গেলে শিশুদের সাথে কথা বললে নানা বিষয় উঠে আসে। ১৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ১১২ জনই মেয়ে থাকা স্বত্ত্বেও নেই তাদের জন্য খেলার কোন সরঞ্জাম। ২০০৫ এর পর এখন অবদি স্কুলে আসেনি নতুন কোন খেলার সরঞ্জাম। যদিও স্কুলে খেলার সময় নেই বললেই চলে। স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় অনেক আগের নষ্ট হয়ে যাওয়া ব্যাট, বল, স্টাম্প দিয়ে খেলতে পারে না তারা। বছরে একবার ক্রীড়া প্রতিযোগিতা হলেও পুরো বছর জুড়ে তেমন কোন খেলার বা বিনোদনের সুযোগ পায়না স্কুলে পড়তে আসা শিশুরা। স্কুলে শিশুদের জন্য খেলার কোন সরঞ্জাম না থাকার কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ ২০০৫ এর পর কোন প্রকার খেলার সামগ্রী পাননি বলে জানায় এনসিটিএফ কে। শিশুদের মেধা বিকাশে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার সরঞ্জামের ব্যবস্থা রাখতে যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ রাখেন স্কুল কর্তৃপক্ষ। এদিকে মেয়ে শিশুসহ সকলের জন্য স্কুলে খেলার ব্যবস্থা এবং খেলার পর্যাপ্ত সরঞ্জাম রাখার দাবিতে এনসিটিএফ রংপুর জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করে।