শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করল এনসিটিএফ রাজশাহী
এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করে সারা দেশ ব্যাপী’র সাথে এনসিটিএফ রাজশাহী ৭ আগষ্ট বাংলাদেশে ৬৪ জেলার ন্যায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ এর নিকট স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পাঠানোর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। সেই সাথে রাজশাহী জেলায় যাতে শিশু ধর্ষন বা শিশু নির্যাতন যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার এবং এ ধরনের ঘটনা ঘটলে জেলা প্রশাসনকে জানানোর জন্য পরামর্শ দেন।