মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নারায়ণগঞ্জ এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান
শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নারায়ণগঞ্জ । রোববার সকালে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়ার হাতে এ স্মারকলিপি প্রদান করে এনটিসিএফ নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ।
সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। বিগত জুলাই মাসে ৩২ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে শিশু ধর্ষণের এসব ঘটনায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শিশুরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত ও মর্মাহত।
ধর্ষণের শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নিকট বিশেষভাবে অনুরোধ করা হয়। একই সাথে ধর্ষক এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।