”সুরক্ষা আমার অধিকার“
গত ২৩ আগস্ট রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ ‘সুরক্ষা আমার অধিকার’ শীর্ষক এক অন্যরকম আলোচনা সভার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম এ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গভ: মডেল গার্লস হাই স্কুল এর প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুবান্ধব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুদের প্রিয়ভাজন ব্যাক্তি অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইকবাল হোসেন, বিশিষ্ট আবৃত্তিকার ও শিশু একাডেমী পরিচালনা পরিষদ সদস্য জনাব মনির হোসেন, গভঃ মডেল গার্লস হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তার, আরো ছিলেন এনসিটিএফ এর প্রাক্তন সদস্য, লেখক ও বর্তমানে দৈনিক সকালের খবর পত্রিকার সহকারী সম্পাদক জনাব সোহরাব শান্ত।
চমৎকার সব বক্তব্য, শিক্ষার্থীদের প্রাঞ্জল অংশগ্রহণ এবং শিশু সুরক্ষার উপর উপর তথ্যবহুল আলোচনায় সফল হয়ে উঠে পুরো অনুষ্ঠান। ভিন্ন ধরনের এ অনুষ্ঠানে অতিথিরা এনসিটিএফ এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইকবাল হোসেন বলেন আত্মসচেতনতা বৃদ্ধি ও নিজ নিজ পরিবারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিত সম্ভব। প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান বলেন ‘ফেসবুক মাধ্যমে যোগাযোগে মেয়েদেরকে অধিক সচেতন হতে হবে’, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য উপস্থিত সকলকে অঙ্গীকারবদ্ধ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু অধিকার নিয়ে কাজ করে যাওয়া একমাত্র সংগঠন এনসিটিএফ, শিশুদের সকল দাবি এনসিটিএফ এর মাধ্যমে জেলার দায়িত্ববাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে, শিশু নেতৃত্ব বিকাশের এ এক অনন্য সংগঠন।