গাইবান্ধায় জেলার দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলার দায়িত্ব বাহক কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
গত ১৬ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা শাখা। এতে সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন, গাইবান্ধা ও বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র পাল, জেলা প্রশাসক, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুকুর রহমান খালেদ বিপিএম, পুলিশ সুপার, গাইবান্ধা, এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, মেয়র, গাইবান্ধা পৌরসভা, মোছাঃ রোখছানা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,গাইবান্ধা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, সহকারী পরিচালক (সমাজ সেবা অফিস) মুস্তারী আক্তার জাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বাসসের জেলা প্রতিনিধি সরকার মো.শহীদুজ্জামান, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত।

সভায় শিশুরা উপস্থিত দায়িত্ব বাহকদের নিকট তাদের বিভিন্ন সমস্যার কথ তুলে ধরেন। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন এনসিটিএফ সভাপতি জান্নাতুল মাওয়া, সাধারন সম্পাদক মশিউর রহমান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।

এ সময় উপিস্থিত কর্মকর্তারা শিশুদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহন করে।

জেলা প্রশাসকের মাধ‌্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চাঁপাইনবাবগঞ্জ এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

৭ আগস্ট সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব মো: মাহমুদুল হাসান মাধ‌্যমে শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর জেলা কমিটির সদস্যরা। এসময় তিনি এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শিশু-কিশোরদের উন্নততর পরিবেশ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে এনসিটিএফ শিশুদের প্রতিনিধি হিসেবে কাজ করতে আহবান জানান। সেই সাথে জেলার শিশু অধিকার বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এনসিটিএফ জেলা কমিটির সদস‌্য ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নারায়ণগঞ্জ এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নারায়ণগঞ্জ । রোববার সকালে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়ার হাতে এ স্মারকলিপি প্রদান করে এনটিসিএফ নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ।

সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। বিগত জুলাই মাসে ৩২ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে শিশু ধর্ষণের এসব ঘটনায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শিশুরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত ও মর্মাহত।

ধর্ষণের শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নিকট বিশেষভাবে অনুরোধ করা হয়। একই সাথে ধর্ষক এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ মৌলভীবাজার এর স্মারকলিপি প্রদান

শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ আগষ্ট, ৬৪ জেলার ন্যায় এনসিটিএফ মৌলভীবাজার জেলা কমিটি জেলা প্রশাসক জনাব মো: তোফায়েল ইসলাম এর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে। 

সকাল ১০ ঘটকায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জানাব মো: তোফায়েল ইসলাম এর নিকট স্বারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ মৌলভীবাজার এর সহ-সভাপতি সুমা আক্তার, সাধারণ সম্পাদক সাদিয়া ওয়াছিমা লিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাল, শিশু গবেষক সমরিতা পাল ঐশি ও সাদি, চাইল্ড পার্লামেন্ট সদস্য দীপ্র ধর অর্ঘ, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল, সাবেক সভাপতি মোহাম্মদ আলী নাহিদ, সবেক জেলা ভলান্টিয়ার মো: জিল্লুর রহমান, জেলা ভলান্টিয়ার মো: কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মৌলভীবাজার জেলায় যাতে শিশু ধর্ষণ বা শিশু নির্যাতন না ঘটে সেদিকে লক্ষ রাখার এবং এ ধরনের ঘটনা ঘটলে জেলা প্রশাসককে জানানোর জন্য পরামর্শ দেন।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কিশোরগঞ্জ এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ০৭-০৮-১৭ কিশোরগঞ্জ এনসিটিএফ এর পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস মহোদয়েরর মাধ্যমে শিশু ধর্ষক ও নির্যাতনকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা ও কিশোরগঞ্জ এনসিটিএফ এর সকল সদস্য।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ নরসিংদীর স্মারকলিপি প্রদান

শিশু ধর্ষক ও নির্যাতনকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে নরসিংদী জেলা এনসিটিএফ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মো: মাহবুব হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), এনসিটিএফ নরসিংদীর সভাপতি মোঃ মোবারক হোসেন এবং সাধারন সম্পাদক শাহাদাত সহ নরসিংদী জেলার ভলান্টিয়ার এ.কে.এম সেলিম ও মাহমুদা খানম (নাদিরা) এবং কার্যনির্বাহী কমিটি সকল সদস্য।

খুলনা এনসিটিএফ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় বরাবর স্বারকলিপি প্রদান

০৭-০৮-১৭ সকাল দশ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, খুলনা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ৬৪ জেলার ন্যায় খুলনা জেলা প্রশাসক মহাদয়ের নিকট স্বারকলিপি প্রদান করে। শিশু ধর্ষক ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে স্বারকলিপি প্রদান করা হয়। সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন। বিগত জুলাই মাসে ৩২জন শিশু ধর্ষনের শিকার হয়েছে। টাঙাইলের ৯ম শ্রেণির ছাত্রী গণধর্ষের শিকার, ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা, ঢাকায় ৭বছরের শিশুকে গণধর্ষণ, চাঁদপুরের ১৫ বছরের শিশুর আত্নহত্যা, বরিশালে ১৪বছরের শিশু গণধর্ষণের শিকার, কুষ্টিয়ায় ১৩বছরের শিশু গণধর্ষণের শিকার, এমনকি ঢাকায় মাত্র ৩ বছরের শিশু এবং রাজবাড়ীতে শিশুশ্রেণির শিশু ও ধর্ষণের শিকার হয়েছে।এ বর্বরতা মধ্য যুগকেও হার মানায়।বর্তমানে শিশু ধর্ষণের এসব ঘটনায় ন্যাশনাল চিলড্রেন টাসফোর্স এর শিশুরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত ও মর্মাহত।

জেলা প্রশাসক মহাদয় যে- তিনি নিজে স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর ব্যবস্থা করবেন এবং কথা বলবেন। খুলনা এনসিটিএফ এর সভাপতি তাদের কার্যক্রম সম্পর্কে স্যারকে অবগত করেন। জেলা প্রশাসক মহোদয় বলেন – তিনি খুলনা এনসিটিএফকে সকল কাজে সার্বিক ভাবে সাহায্য করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যগণ এবং ইয়ুথ ভলান্টিয়ার মিদুল ইসলাম মৃদুল।

এইচ এম লিটন হাওলাদার
সভাপতি
খুলনা এনসিটিএফ।

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করল এনসিটিএফ রাজশাহী

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করে সারা দেশ ব‌্যাপী’র সাথে এনসিটিএফ রাজশাহী ৭ আগষ্ট বাংলাদেশে ৬৪ জেলার ন্যায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ এর নিকট স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির সদস‌্যবৃন্দ। এ সময় জেলা প্রশাসক স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পাঠানোর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। সেই সাথে রাজশাহী জেলায় যাতে শিশু ধর্ষন বা শিশু নির্যাতন যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার এবং এ ধরনের ঘটনা ঘটলে জেলা প্রশাসনকে জানানোর জন্য পরামর্শ দেন।

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনসিটিএফ চট্টগ্রাম এর স্মারকলিপি প্রদান

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনসিটিএফ চট্টগ্রাম এর স্মারকলিপি প্রদান।
শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ আগষ্ট, ৬৪ জেলার ন্যায়ে এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটি, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মাসুকুর রহমান সিকদার এর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে।
এ সময় জেলা প্রশাসক চট্টগ্রাম জেলায় যাতে শিশু ধর্ষন বা শিশু নির্যাতন না ঘটে সেদিকে লক্ষ রাখার এবং এ ধরনের ঘটনা ঘটলে জেলা প্রশাসককে জানানোর জন্য পরামর্শ দেন। এসময় এনসিটিএফ চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শাহরিয়ার তামিম সৌরভ, রিজাউর রহমান, শরিফুল কাদের, প্রন্ত বড়ুয়া , জাহিদুল ইসলাম প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এনসিটিএফ শরীয়তপুর এর স্মারকলিপি প্রদান

বর্তমানে আমাদের দেশে বহুল পরিচিত একটি সমস্যার মধ্যে একটি সমস্যা শিশু ধর্ষণ। যেটি আমাদের দেশে দিন দিন অনেকটা মহামারী আকার ধারণ করছে।

কিন্তু দুঃখজনক বিষয় এই যে শিশু ধর্ষক ও নির্যাতনকারীরা অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টান্তমূলক শাস্তি থেকে বেঁচে যায়। যার মাধ্যমে জাতিসংঘের শিশু অধিকার সনদের লংঘন ঘটছে। এর মাধ্যমে শিশুরা অবহেলিত হচ্ছে যা আমাদের জন্য লজ্জাজনক বিষয়।

তাই শিশুদের অধিকার রক্ষার্থে ৭-০৮-২০১৭ তারিখ এনসিটিএফ শরীয়তপুর শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও ভবিষ্যৎকালে এমন পরিস্থিতি যেন না ঘটে তার জন্য জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মাহবুবা আক্তার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্নারকলিপি প্রদান করে। 

উক্ত সময় অতিরিক্ত জেলা প্রশাসক এনসিটিএফ এর এই কর্মসূচিকে সাধুবাদ জানান এবং একমত প্রকাশ করেন এবং এই ধরনের অপৃতিকর কর্মকান্ডের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, এই ধরনের কর্মকান্ডের সঠিক শাস্তি না হওয়ার দরুন দিন দিন এই সমস্যাগুলো বেড়েই চলছে যা সকলের জন্য লজ্জাজনক এবং খুব দ্রুত তিনি এই এর প্রতিকার আশা করছেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন,
সভাপতি, সাধারন সম্পাদক, শিশু সাংবাদিক, শিশু গবেষক, ডি.ভি., সাধারণ সদস্যরা এবং আতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার

[আমিনুল ইসলাম,
শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]