গাইবান্ধায় এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা সম্পূর্ণ হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর সভাপতি জান্নাতুল মাওয়া সোমা এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।

সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ (১১ অক্টোবর-১৭ অক্টোবর)
২.”শিশুরা কেমন আছে” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা । (২৬-০৯-২০১৭ইং)
৩.সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন ও হাসপাতাল তত্বাবধায়কের সাথে সাক্ষাৎ। (০৫-১০-২০১৭ইং)
৪. জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ। (০৫-১০-২০১৭ইং)
৫. চরাঞ্চলে শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও পুরাতন কাপড় বিতরণ।

এছাড়াও সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল ও নির্বাচন করা হয়।

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি নির্বাচন অনুষ্ঠিত

রায়েরবাজার প্রতিনিধিঃ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঢাকা জেলার অধীনে বিদ্যালয় ভিত্তিক এনসিটিএফ কমিটি গঠনের ধারাবাহিকতায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে  গত ২১ শে সেপ্টেম্বর নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে। বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে প্রায় শতাধিক এনসিটিএফ সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করে ১১ সদস্য বিশিষ্ট স্কুল কমিটি গঠন করে যারা ২০১৯ সাল পর্যন্ত কার্যনির্বাহী স্কুল কমিটি হিসেবে কাজ করবে। উক্ত নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মেহেরুন্নেসা এবং নির্বাচন কার্যক্রমটি পরিচালনা করেন রায়ের বাজার উপজেলা এনসিটিএফ কমিটির সভাপতি আরিফ ও শিশু সাংবাদিক সোহেল। নির্বাচন কার্যক্রমটি সার্বিক ভাবে সহযোগিতা করেন সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং মানবিক সাহায্য সংস্থার  প্রোগ্রাম অফিসার মাহাবুবুর রহমান সরকার।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর মাসিক মিটিং ও শোকসভা অনুষ্ঠিত

২৩-০৯-১৭ইং বিকেল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমীতে কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন হয়েছে। সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শরিয়তপুর জেলা এনসিটিএফ এর শিশু গবেষক সিরাজুল ইসলাম আসিফের অকাল মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় এনসিটিএফ সদস্য সংখ্যা বৃদ্ধি, স্কুল কমিটি মনিটরিং, আরডিআরএস এর সাথে সভার প্রস্তুতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সংগ্রামী প্রীতি বাধন, সাধারন সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, শিশু সাংবাদিক তরিকুল ইসলাম, শিশু গবেষক লুবনা আফসারি, হাসানাত আলিমুন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম শাহরিয়ার ও জেলা ভলান্টিয়ার ফারজানা ইয়াসমিন মৌসুমি প্রমুখ।

উন্মুক্ত বাজেট সভা এবং বাজেট পর্যালচনা সভায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করবে ইউনিয়ন পরিষদ

ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন  সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” তারই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর-২০১৭ তারিখে ঘাংনী উপজেলার “তেঁতুলবাড়ি” ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে এ কর্মশালায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত নিবার্হী পরিচালক, পিএসকেএস এবং সুনিল কুমার, প্রজেক্ট ডিরেক্টর। কর্মশালার উন্মুক্ত আলোচনায় শিশুদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় জানান, পরবর্তী উন্মুক্ত বাজেট সভা এবং বাজেট পর্যালচনা সভায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করবে আমার পরিষদ। এছাড়াও শিশুদের অন্যান্য দাবি যেমন, শিশু অধিকার সপ্তাহ উদযাপন, শিশুদের সাথে সংলাপের আয়োজন করাসহ শিশু বান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠায় সকল প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে শিশুদের আস্বস্থ করেন।
উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা স্বেচ্ছাসেবক)।

খুলনা এনসিটিএফ সদস্যদের স্কুল পরিদর্শন

১৮-০৯-২০১৭ খুলনার ন্যাশনাল হাই স্কুল ও ন্যাশনাল গার্লস হাই স্কুল পরিদর্শন করে এনসিটিএফ খুলনা এর সদস্যরা। ন্যাশনাল গার্লস স্কুলে তেমন কোন সমস্যা না থাকলেও ন্যাশনাল হাই স্কুলে বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মেয়েদের শারীরিক সমস্যা সমাধানের উপযুক্ত কোন ব্যবস্থা নেই। মেয়েদের জন্য আলাদা কোন কমনরুম নেই, আলাদা কোন খেলার জায়গা নেই। পরিদর্শনে দেখা যায় তাদের একটি টিওবয়েল রয়েছে এবং সেটি স্বাস্থ্যকর, একটি লাইব্রেরি রয়েছে, অনেক ধরনের বই রয়েছে, বই পড়ার সুযোগ ও রয়েছে। তাদের পড়াশুনার মান খুবই ভালো। শিক্ষক এবং শিক্ষিকারা তাদের যথেষ্ট পরিমাণে লেখাপড়ায় সাহায্য সহযোগীতা করেন।
পরির্দশনে অংশগ্রহণ করেন এনসিটিএফ খুলনা কমিটির সদস্যগণ এবং ইয়ুথ ভলান্টিয়ার মৃদুল ইসলাম।

শিশু অধিকার সপ্তাহ উদযাপন করবে ইউনিয়ন পরিষদ

১৯ সেপ্টেম্বর-২০১৭। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” এর আওতায় গাংনী উপজেলার “বামন্দি” ইউনিয়ন এর এনসিটিএফ এর নেতৃত্বে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় শিশুদের বিভিন্ন দাবি যেমন, শিশু অধিকার সপ্তাহ উদযাপন, উন্নয়ন বাজেটে শিশুর অংশগ্রহণ, অভিযোগ বক্স স্থাপন, শিশুদের জন্য আলাদা নাগরিক সনদ, টাস্কফোর্স কমিটিতে শিশুর অংশগ্রহন নিশ্চিতসহ শিশু অধিকার প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার কথা উঠে আসে। শিশুদের এ সকল দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় সভাপতির বক্তব্যে শিশু অধিকার সপ্তাহ উদযাপন এবং শিশুদের সাথে সংলাপের প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন, সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা সেচ্ছাসেবক)।   পরিশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে শিশু অধিকার প্রতিষ্ঠায় সকল কার্যকরি ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতিতে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

সম্পন্ন হলো এনসিটিএফ মেহেরপুর জেলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা

মেহেরপুর জেলা কমিটির সকল সদস্যের উপস্থিতিতে ৭ সেপ্টেম্বর – ২০১৭ তারিখে সেপ্টেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন করেছে মেহেরপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। উক্ত সভায় শিশু অধিকার সপ্তাহ উদযাপন, কমিটির সদস্য আপডেটসহ বিভিন্ন স্থান পরিদর্শন নিয়ে আলোচনা হয়। কমিটির যে সকল সদস্য জেলার বাহিরে ভর্তি হয়েছে তাদের পরিবর্তে সদস্য যুক্ত করা হয়েছে এ সভায় সকলের আলোচনার মাধ্যমে। আজকের সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল আহমেদ অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক, মেহেরপুর সকারি কলেজ এবং জনাব মোঃ গোলাম সিদ্দিক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। এছাড়াও সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ সাবেক এনসিটিএফ সদস্য।

অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ এনসিটিএফ এর মাসিক মিটিং

১৫-০৯-১৭ রোজ শুক্রবার অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ এনসিটিএফ এর মাসিক মিটিং। মিটিংয়ের মুল বিষয় ছিল পাবলিক হিয়ারিং অনুষ্ঠান। পাবলিক হিয়ারিং বিস্তারিত নিয়ে আলোচনা শেষে কিশোরগঞ্জ এনসিটিএফ সদস্যদের কি কি কাজ করতে হবে তার বিস্তারিত আলোচনা করা হয়। মিটিংয়ে কিশোরগঞ্জ এনসিটিএফ এর সকল সদস্য সহ উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শিশু একাডেমির লাইব্রেরিয়ান মোঃ আজাদ আহমেদ।

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিকট এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

শিশু অধিকার লংঘন, শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ এসব বিষয় সমাধানে যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ গ্রহনের উদ্দেশ্যে ১৩ই সেপ্টেম্বর ২০১৭ তারিখে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক এর সঙ্গে সাক্ষাৎ করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা।
এনসিটিএফ এর সারাদেশব্যাপী “শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করুন” ক্যাম্পেইন এর অংশ হিসেবে “শিশু ধর্ষক ও নির্যাতনকারী দের শাস্তির দাবি ও যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে” জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকরী ভূমিকা গ্রহনের জন্য চেয়ারম্যান মহোদয় এর কাছে স্মারকলিপি প্রদান করে এনসিটিএফ। উক্ত সাক্ষাৎকালীন সময়ে, এনসিটিএফ শিশুর প্রতি নির্যাতনকারীদের অতি দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তার কাছে দাবি জানায়।
এছাড়া, এনসিটিএফ এর শিশুরা শিশু নির্যাতন প্রতিরোধে বেশ কিছু সুপারিশ  জানায় যেমন – স্কুলের সহশিক্ষা ক্লাসে মেয়েদের সুরক্ষার অধিকার সম্পর্কে জানানো, নির্যাতনের শিকার হলে করণীয় বিষয় সম্পর্কে ধারণা দেওয়া,  পরিবারের অভিভাবকদের সচেতন করা যাতে তারা শিশুদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলে এবং যার ফলশ্রুতিতে শিশুরা তাদের সঙ্গে ঘটে যাওয়া  সমস্যা সহজেই খুলে বলতে পারবে, এছাড়া স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যাপক সচেতনতা সৃষ্টি ইত্যাদি।
তাদের মতামত ও দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন বর্তমানে মানবিক মূল্যবোধ এর অবক্ষয় এর কারণে সমাজে শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে। কিশোরদের ক্ষেত্রেও এর প্রবণতা লক্ষণীয়। সামাজিক সচেতনতার মাধ্যমে অনেকাংশে কমানো সম্ভব। এক্ষেত্রে এনসিটিএফ কে এগিয়ে আসতে হবে এবং জাতীয় মানবাধিকার কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে।
এছাড়া ৬৪ জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ ক্যাম্পেইনে জাতীয় মানবাধিকার কমিশন ৬৪ জেলার এনসিটিএফ’কে অন্তর্ভূক্ত করবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান, চাইল্ড পার্লামেন্টের স্পিকার মেফতাহুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক রেহমান সাকিব সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি গণ।
ইতিমধ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) আগস্ট মাসে ৬৪ জেলায় জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর শিশু নির্যাতন এর বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছে।

শিশুদের সাথে সংলাপ করবে ইউনিয়ন পরিষদ

২৯ আগষ্ট ২০১৭ এনসিটিএফ মেহেরপুরের নেতৃত্বে স্থানীয় সরকার মেহেরপুরের সার্বিক ততত্ত্বাবধানে এবং সেভ দ্য চিল্ড্রেনের সার্বিক সহযোগিতায় মেহেরপুরের সকল ইউনিয়ন ও পৌরসভাগুলোতে চলমান “ সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মাধ্য দিয়ে শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদের সকল সদস্য,সুশীল সমাজ এবং শিশুদের অংশগ্রহনে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, মেহেরপুর। উক্ত কর্মশালায় স্থানীয় সরকারের সার্বিক কর্মকান্ডে শিশুর অংশগ্রহন নিশ্চিত, শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুর অভিযোগ গ্রহন ও সাড়া প্রদানসহ “শিশুবান্ধব স্থানীয় সুশাসন” নিশ্চিতকল্পে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয়। কর্মশালার “মুক্ত আলোচনা” বিশেষ অতিথি মহোদয় শিশুদের কাছ থেকে শিশুদের অভিযোগ এবং বিভিন্ন দাবির কথা জানতে চায়লে শিশুরা তাদের অভিযোগ, যেমন কমিউনিটি ক্লিনিকগুলোতে শিশুদের ঔষাধ না দেওয়া, স্কুলে ঠিকমত ক্লাস না নেওয়াসহ শিশুদের মতামত প্রকাশের জন্য বছরে একবার ইউনিয় পরিষদের সাথে সংলাপ, অভিযোগ বক্স স্থাপন এবং শিশুবান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠানের লক্ষে পৃথক ‘নাগরিক সনদ’ এবং কোন খাতে কত বরাদ্দ তা উল্লেখ করার দাবি জানায়। কর্মশালা শেষে বিশেষ অতিথির বক্তব্যে উপ-পরিচালক স্থানীয় সরকার, মেহেরপুর মহোদয় নির্দেশ দিয়ে বলেন, “শিশুদের জন্য সংলাপ ও অভিযোগ বাক্স স্থাপন করতে হবে এবং সেই সাথে স্থানীয় সরকারের সার্বিক কর্মকান্ডে শিশুর অংশগ্রহন নিশ্চিত করতে হবে”। উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা স্বেচ্ছাসেবক)।

পরিশেষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সভাপতির বক্তব্যে শিশু অধিকার প্রতিষ্ঠায় সকল কার্যকরি ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন এবং শীঘ্রই শিশুদের সাথে সংলাপের ব্যবস্থা করবে জানান এবং কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।