গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালিত
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ
‘শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার” এই প্রতিপাদ্যকে ঘিরে বিশ্ব শিশু দিবস (২ অক্টোবর) উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা এর উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিকূল আবাহাওয়ার কারনে র্যালিটি বিকাল ৪ টায় গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গনে করা হয়। র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপ-পরিচালক জেলা সমাজ সেবা মোঃ এমদাদুল হক প্রামাণিক প্রমুখ।
গাইবান্ধা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষারের পরিচালনায় শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনসিটিএফ এর সভাপতি জান্নাতুল মাওয়া সোমা।
শেষে সরকারি শিশু পরিবার বালিকার শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।