চাইল্ড পার্লামেন্টর বিশেষ অধিবেশন বিষয়ক কর্মশালা
চাইল্ড পার্লামেন্টের ১৪তম বিশেষ অধিবেশন বসছে সোমবার। শনিবার ঢাকার শ্যামলীর ইউএসটি ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়। এবারের ১৪তম চাইল্ড পার্লামেন্ট বিশেষ অধিবেশন এর প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগ ও আমরা’।
প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৩১ টি জেলার বন্যা কবলিত এলাকার নির্বাচিত সদস্যরা উপস্থিত আছেন। চাইল্ড পার্লামেন্টের ১৪তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর, লেকচার থিয়েটার হল, বাংলাদেশ শিশু একাডেমী, দোয়েল চত্বর, ঢাকা।
অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, এমপি।
অধিবেশনটি আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিশু একাডেমী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন।