14th session of Child Parliament today

Daily Sun; 16 October, 2017 : The 14th session of the Child Parliament (CP), a platform to make children literate with democratic culture, will be held at Bangladesh Shishu Academy (BSA) in the capital today.  
It will focus on impact of disaster on education sector.   
A total of 35 child representatives from 31 disaster-prone areas will take part in the session where Primary and Mass Education Minister Mostafizur Rahman is scheduled to attend the programme as the chief guest.
State Minister for Finance and Planning Mr. M.A. Mannan, and Director Anjir Liton will be present at the event as the special guests.
The CP is the advocacy wing of child rights organisation National Chilren Task Force (NCTF) which is working in participation of children from age 13 to 18 in 64 districts.
CP Speaker Meftahun Nahar said, “As a child rights advocacy platform, the CP has been placing different issues of children in their own voices since 2003.”
In association with development agency Plan International and Save the Children, the BSA has been supporting the children platform.

http://daily-sun.com/printversion/details/261725/14th-session-of-Child-Parliament-today

ভোলায় বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ পালিত

গোপাল চন্দ্র দে, ভোলা

ভোলায় জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ভোলা ও ভোলা জেলা এনসিটিএফ এর আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ পালিত হয়েছে।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ শিশু একাডেমী ভবনের সামনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা, মহিলা বিষয়ক সংস্থা ভোলা, ব্র্যাক ভোলা।

পরে মানববন্ধন শেষে শিশু একাডেমী হলরুমে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুনেছা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, ব্র্যাক ভোলা জেলা প্রতিনিধি আশরাফুল আলম, এনসিটিএফ ভোলার জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপু, এনসিটিএফ ভোলার সভাপতি ইব্রাহিম খলিল অপু, সম্পাদক শারমিন বর্ষা, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান শান্ত, শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে ও সানজিদা হোসেন এশা, এনসিটিএফ সদস্য ইসরাত জাহান চাঁদনী সহ অনান্য এনসিটিএফ সদস্য সহ আগত বিভিন্ন অতিথি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, ১৮ বছরের আগে কোন মেয়ে এবং ২১ বছরের আগে কোন ছেলেকে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলে। বাল্য বিয়ে একটি সামাজিক অভিশাপ। এর কোন সুফল নেই। কোন মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অর্থ তার জীবন নষ্ট করে দওয়া। একটি অপূর্ণ বয়স্ক মায়ের কাছ থেকে যে সন্তান জন্ম নেয় সে অপুষ্ট হয়। তার মধ্যে থাকে প্রতিবন্ধকতা।

এসময় বক্তারা বলেন তাদের বা আশে পাশের কোন মেয়েকে যদি বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা কারা হয় তবে তার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কারো বাল্য বিয়ে হলে সরকারী ফ্রি হেল্পলাইন ১০৯ বা ইউনিসেফের হেল্পলাইন ১০৯৮ এ কল করে তথ্য প্রদান করলে ঐ বাল্য বিয়ে প্রশাসন বন্ধ করবে।

আজ বিকাল ৪টায় শিশু একাডেমী ভোলার আয়েজনে ও এনসিটিএফ ভোলার পরিবশনায় পথ নাটক “আর নয় বাল্য বিয়ে” অনুষ্ঠিত হবে বলে জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন।