ভোলায় কন্যা শিশু দিবস ২০১৭ পালিত
গোপাল চন্দ্র দে ॥
ভোলায় “কন্যা শিশুর জাগরন আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর আয়োজনে পালিত হয়েছে কন্যা শিশু দিবস ২০১৭।
আজ ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে বিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী ভোলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমী ভোলার সভাপতি ও ভোলা জেলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম (এমপি)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলার মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুনেছা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার ব্র্যাক কর্মকর্তা আশরাফুল আলম, এনসিটিএফ ভোলার জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপু সহ আগত বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
এসময় সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম-এমপি তার জীবনের গল্প শোনায় এবং আগত ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন প্রত্যেক মেয়েরই অধিকার রয়েছে শিক্ষা ও মৌলিক অধিকারের। তিনি এসময় আরো বলেন বর্তমান সরকার মেয়ে তথা নারীদের উন্নয়নের জন্য নানান কর্মসূচি গ্রহন করেছে। তিনি সকলে আহবান জানান কন্যা শিশুদের উন্নয়নে এগিয়ে আসার জন্য।