ভোলায় এনসিটিএফের পরিবেশনায় নাটক অনুষ্ঠিত
ভোলায় বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ও এনসিটিএফ ভোলার পরিবেশনায় “বাল্য বিয়েকে না বল, সুস্থ্য সুন্দর জীবন গড়” এ স্লোগানকে সামনে রেখে ভোলার কাচিয়া ইউনিয়েনের ৬নং ওয়ার্ডের রামদেবপুর (মাঝেরচর) এলাকায় উত্তর প:কাচিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে পথ নাটক “আর নয় বাল্য বিবাহ”।
আজ ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় এ পথ নাটক অনুষ্ঠিত হয়। নাটকটি পরিবেশনের মধ্য দিয়ে উক্ত এলাকার মানুষকে শেখানো হয়েছে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ও এর ক্ষতিকার বিষয় বস্তু সম্পর্কে সচেতন করা হয়। তাছাড়া বাল্য বিয়ে দিলে প্রশাসনের সহযোগিতা কী ভাবে পাওয়া যাবে তা শেখানো হয়।
নাটকটিতে অভিনয় করেন, এনসিটিএফ ভোলা জেলার সমন্ময়কারী আদিল হোসেন তপু, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান শান্ত, শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে ও সানজিদা হোসেন এশা, সহ-সভাপতি অপসরা হক, এনসিটিএফ সদস্য রহমান মিম, ইসরাত জাহান চাঁদনী, সাবেক সদস্য সাদ্দাম হোসেন রনি, এ্যানি, মিম, মেহেদী হাসান তানজিল, আনোয়ার ও অন্যন্যরা।