এনসিটিএফ রংপুর এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী রংপুর মিলনায়তন বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
আগামী বছরকে সামনে রেখে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করতে সকাল থেকে এনসিটিএফ সাধারন সদস্যরা শিশু একাডেমীর মিলনায়তনে উপস্থিত হয়। সকাল ৯.৩০ টায় এনসিটিএফ জেলা কমিটির সহ-সভাপতির স্বাগত বক্তব্যে শুরু হয় সভার। জেলার এনসিটিএফ সাধারন সদস্যদের অংশগ্রহণে তৈরি করা হয় ২০ টিরও অধিক কর্মসূচীর। সাধারন সদস্যদের মতামত এবং সমর্থনে অনুমোদিত হয় আগামী বছরের কর্মপরিকল্পনা। সভার দ্বিতীয় পর্বে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রংপুর। তিনি বলেন, এনসিটিএফ পিছিয়ে পরা শিশুদের নিয়ে কথা বলে। এছাড়া এনসিটিএফ এ তোমরা যারা আছো তোমাদের সকলের বিশেষ যোগ্যতা আছে বলে এখানে আসতে পেরেছো আমি আশা করি তোমরা পড়াশোনার পাশাপাশি তোমাদের দ্বায়িত্বগুলো পালন করবে। এনসিটিএফ শিশু অধিকার বাস্তবায়নে ইউনিয়নের গ্রাম থেকে কাজ করছে। এছাড়া বাল্য বিবাহে বন্ধ করতে মূখ্য ভূমিকা পালন করছে এনসিটিএফ। এনসিটিএফ রংপুরের কার্যক্রমগুলো স্বাগত জানান তিনি। তার দপ্তর থেকে এনসিটিএফেএর সহযোগিতা থাকবে বলে জানান তিনি। এছাড়া উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান আলী মিঞা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রংপুর। শিশুদের জন্য নেওয়া এই এনসিটিএফ রংপুর এর কর্মপরিকল্পনা সভায় জেলার সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। জেলার শেখ রাসেল সরকারি শিশু পরিবারের শিশুদের এই প্রথম কর্মপরিকল্পনা সভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। যার ফলে তাদের দেয়া মতামতের উপর ভিত্তি করে এনসিটিএফ রংপুর গ্রহণ করেছে আগামী বছরের নানা কর্মসূচীর। পুরো আয়োজনকে সহযোগিতা করতে মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, সিওয়াইভি, সেভ দ্য চিলড্রেন এবং এনসিটিএফ জেলা ভলান্টিয়ার সারজা আফরোজ সীমি ও প্রদীপ দাস উপস্থিত ছিলেন।