এনসিটিএফ শরীয়তপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা সম্পন্ন
০৯ ফেব্রুয়ারি ২০১৮ সম্পন্ন হয় এনসিটিএফ শরীয়তপুর এর দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা। সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম শুভ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আলমগির হোসেন। চিপ রিপোর্টার আমিনুল রুদ্রবার্তা, জেলা মহিলা আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক সাবিনা ইয়াসমিন ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাতেমা আক্তার শিল্পী, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা।
নির্বাচন কমিটিতে ছিলেন,
রিটার্নিং অফিসার: মোঃ শাহীন উদ্দিন,
নির্বাচন কমিশনার: আমিনুল ইসলাম (সদ্য সাবেক শিশু সাংবাদিক)
সহ নির্বাচন কমিশনার : (১) সুমাইয়া শারমিন (উপদেষ্টা), (২) বায়েজিদ (উপদেষ্টা)
পোলিং অফিসার :
(১) ঝুমুর আক্তার তন্বি (জেলা ভলান্টিয়ার)
(২) আসিফ ইকবাল (জেলা ভলান্টিয়ার)
এ ছাড়া উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন।
সারা দিন জমকালো নানা কার্যক্রমের মাধ্যমে অবশেষে এনসিটিএফ শরীয়তপুর কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নির্বাচিত কমিটির তালিকা :
১. সভাপতি : সাজেদুল ইসলাম সাহেদ।
২. সহ সভাপতি : লামিয়া সানজিদা।
৩. সাধারণ সম্পাদক : সাইদুল ইসলাম শুভ।
৪. যুগ্ন সাধারণ সম্পাদক : নাদিয়া ইশরাত ইলা।
৫. সাংগঠনিক সম্পাদক : নাজমুল হাসান ইমন।
৬.শিশু সাংবাদিক ছেলে: ইশতিয়াক আহমেদ ইভান।
৭.শিশু সাংবাদিক মেয়ে : ঐশি আক্তার।
৮.শিশু গবেষক ছেলে : বায়জিদ খান।
৯.শিশু গবেষক মেয়ে : শ্রাবনী আক্তার রাণী।
১০. চাইল্ড পার্লামেন্ট মেম্বার ছেলে : মাহমুদ হাসান সাজ্জাদ।
১১. চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেয়ে : আফিয়া আক্তার ইশা।
[আমিনুল ইসলাম, সাবেক শিশু সাংবাদিক]