মাদারীপুর এনসিটিএফ এর শিশু ওয়ার্ড পরিদর্শন
সভাপতি তাবাসসুম ইসলাম আনিকার নেতৃত্বে এবং ভলান্টিয়ার মুন্নি আক্তারের ব্যবস্থাপনায় এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মাদারীপুর জেলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন কালে দায়িত্বরত শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ এবং শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের মুখাপেক্ষি হন। এসময় এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সভাপতি – আনিকা, শিশু সাংবাদিক – আমান এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার – মুহিত খান তাদের সাক্ষাতকার গ্রহন করেন। এর আগে এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শিশু ওয়ার্ডে ভর্তিরত শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন অভিযোগ গ্রহন করেন। পরবর্তিতে সেসব অভিযোগ সম্পর্কে দায়িত্বরত শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ এবং শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের কাছে জানতে চাইলে তারা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তারা সর্বক্ষনই রোগীদের চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে তারা কখনো কখনো সামলে উঠতে পারেন না। তিনি আরো বলেন, তারা শিশুদের বিনামুল্যে ওষুধ দিতে সর্বক্ষনেই চেষ্টা করেন। কিন্তু, কিছু অব্যবস্থাপনা তাদের এই সাবলীল চিকিৎসা প্রদানঅকে ব্যহত করে থাকে।
এছাড়া, শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের মাধ্যমে জানা যায় শিশু ওয়ার্ডে প্রতিনিয়তই ৩০-৩৫ জন নতুন রোগী চিকিৎসা নিতে আসে। যাদের বেশির ভাগ রোগীরই নিউমোনিয়া সহ বিভিন্ন শ্বাসতন্ত্র জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ বলেন, এসব রোগের প্রধান কারণ হিসেবে পরিবেশ দূষণকে দায়ী করেন। তিনি বলেন অভিভাবকের সচেতনতাই শিশুদের এরূপ রোগ হতে মুক্তির প্রধান মাধ্যম হতে পারে।
মুহিত খান, CPM, এনসিটিএফ – মাদারীপুর