পাঁচ শতাধিক সাধারন সদস্যদের ভোটে এনসিটিএফ রাজশাহী জেলার নির্বাচন অনুষ্ঠিত
০৯ মার্চ শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডমী রাজশাহী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এনসিটিএফ রাজশাহী জেলার নির্বাচন ২০১৮। জেলার বিভিন্ন স্কুল এবং এলাকায় অবস্থানরত এনসিটিএফ এর পাঁচশতাধিক সাধারন সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। ০১ মার্চ নির্বাচনের তফসিল ঘোষনা করে এনসিটিএফ নির্বাচন কমিশন। মোট ১৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই বাচাই করে রিটার্নিং অফিসার মোট ৬০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। নির্বাচনের দিন প্রার্থীরা ভোটারদের নিকট শিশু অধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। রিটার্নিং অফিসার ভোটের নিয়ন কানুন সকলকে জানান। সকাল ১০ টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে দুপুর ০১টা পর্যন্ত। ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন কমিটির নিকিট দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি। এনসিটিএফ এর নির্বাচন প্রক্রিয়া দেখতে শিশুদের মাঝে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজশাহী। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুর কাদের এনসিটিএফ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং নির্বাচনকে সার্থক করে তুলতে সার্বিক সহযোগিতা করেন। নির্বাচন সুন্দর এবং সুষ্ঠ করতে নির্বাচনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা ভলান্টিয়ারগণ এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ।