কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
১৫ মার্চ কুড়িগ্রামে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে একেএম হাসনাত আলিমুন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে রেবেকা সুলতানা ঋতু। বিভিন্ন বিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী শিশুদের নিয়ে সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।
বৃহস্পতিবার সকালে নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিয়ষক কর্মকর্তা এম.এ বকর।
জেলা এনসিটিএফ সভাপতি কে.এম রেজওয়ানুল নুরনবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক সেখ হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মইনুল ইসলাম, বর্ডারগার্ড পাবলিক স্কুলের সহকারি শিক্ষক ইসমাইল হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বাংলার সহকারি শিক্ষক খাজানুর ইসলাম প্রমুখ।
পরে শিশুদের ভোটে নির্বাচিতরা হল, সহ-সভাপতি লুবনা আফসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ম উমর ফারুক বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মহান, শিশু সাংবাদিক (মেয়ে) সিনথিয়া ইসলাম তুবা, শিশু সাংবাদিক (ছেলে) সুরঞ্জন মজুমদার, শিশু গবেষক (মেয়ে) ফারজানা ফেরদৌসী, শিশু গবেষক (ছেলে) আব্দুল্লাহ আল মনা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) সুমাইয়া আক্তার ইভানা ও চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) রুবেল সরকার। প্রায় ১৫০ জন শিশু ভোটাধিকার প্রয়োগ করে। জেলা শিশু একাডেমীর তত্ত্বাবধানে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় শিশু অধিকার নিয়ে সংগঠনটি জেলায় জেলায় কর্মকান্ড পরিচালনা করছে।
পরে সংগঠনের উদ্যোগে ১৯ জন শিশু সংগঠককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।