গাইবান্ধায় এনসিটিএফ এর স্কুল পরিদর্শন ও কমিটি গঠন
জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
গত ৮ এপ্রিল, রবিবার সকালে এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা জেলার সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সেখানে এনসিটিএফ এর সদস্য সংগ্রহ ও স্কুল কমিটি গঠন করেন। এসময় সর্বমোট ৮৬ জন ছাত্র-ছাত্রী এনসিটিএফ এর সাধারণ সদস্য হিসেবে ফরম পুরন করেন পরে তাদের মধ্য হতে ১১ সদস্য বিশিষ্ট স্কুল কমিটি গঠন করা হয়। যারা তাদের স্কুলে শিশু অধিকার বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারনা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করবেন।
এছাড়াও নব-নির্বাচিত স্কুল কমিটির সাথে এনসিটিএফ এর বিভিন্ন কাযর্ক্রম নিয়ে আলোচনা করা হয় এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ ও দেশের বর্তমান শিশু অধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে এনসিটিএফ মুখপত্র “শিশু ভাবনা” বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারি শিক্ষক মোঃ মাজেদুল হাসান প্লাবন এ সময় এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা এনসিটিএফ এর সাবেক সভাপতি মোঃ মনির হোসেন মিলন, সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।