শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য উৎসব ২০১৮
১২ এপ্রিল ২০১৮ বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখার আয়োজনে শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহন করে, আলোচনা শেষে নৃত্য প্রতিযোগীতা এবং বিকালে সংগীত প্রতিযোগিতা হয়। ১৩ এপ্রিল ২০১৮ দুপুর ২টা ৩০ মিনিট নাট্য প্রতিযোগিতা শুরু হয়। ১২-১৩ এপ্রিল ২০১৮ উক্ত শিশু আনন্দ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন ও এনসিটিএফ নওগাঁ ষ্টল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহন করে। টানা ৩ দিন অক্লান্ত পরিশ্রম শেষে এনসিটিএফ নওগাঁ সদস্যরা ষ্টল প্রদর্শনী করতে সফল হয়। ১৩ এপ্রিল বিকাল ৪টা ম্যাজিস্ট্রেট দ্বারা অংশগ্রহনকারী ষ্টল পরিদর্শন শেষ করে ১ম স্থানে রাখেন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থানে কেডি সরকারি উচ্চ বিদ্যালয় এবং এনসিটিএফ নওগাঁকে ৩য় স্থানে রাখেন। এনসিটিএফ নওগাঁ খুব আনন্দিত ও গর্বিত আমাদের মেধা স্থানে রাখার জন্য। এতো পরিশ্রম শেষে যখন মেধা স্থানে জায়গা হয়েছে তাই সকল সদস্য, ডিভি, উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের জানায় অনেক অনেক কৃতজ্ঞতা ও অভিন্দন। বিশেষ করে ডিভি শাহিন ভাই ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম স্যারকে।