এনসিটিএফ নড়াইল এর উদ্যোগে শিশুতোষ নাটক অনুষ্ঠিত
মোঃ মোরাদ শেখঃ বাংলা সাল ১৪২৪ কে বরণ করার জন্য সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাঙ্গালি। তাদের আয়োজনের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার ও আয়োজন করা হয়েছে। যেমনঃ-কবিতা, গান, নৃত্য, চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি। তেমনি বাংলাদেশ শিশু একাডেমি- নড়াইল ও শুভ নববর্ষ উপলক্ষে ৫ দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে নড়াইল এনসিটিএফ অনুষ্ঠানের ২য় দিন (১৬-০৪-২০১৮) একটি নাটক পরিবেশন করে। নাটকের বিষয় বস্তুর ওপর ভিত্তি করে নাটকটির নাম দেওয়া হয় “সচেতন”। শিশুদের মৌলিক অধিকার গুলো বাস্তবায়ন করার লক্ষে নড়াইল এনসিটিএফ এটি পরিবেশন করে। নাটকটি পরিবেশিত হয় বাংলাদেশ শিশু একাডেমি -নড়াইল এর মঞ্চ চত্তরে শিশু এবং অভিভাবকদের সম্মুখে। নাটকটির বিষয় বস্তু ছিল বাল্য বিবাহ, শিশু শ্রম,নিরক্ষর শিশু,অটিস্টিক শিশু, পথ শিশু ইত্যাদি। নড়াইল এনসিটিএফ এর নাটক প্রিয় অল্প কিছু সদস্য নাটকটি পরিবেশন করেন জেলা ভলেন্টিয়ার মোঃমোছাব্বির হোসেন মোরাদ এর সহযোগিতা ও পরিচালনায়।