শিশুদের সাথে প্রাক বাজেট আলোচনা সভা
জাতীয় বাজেট ২০১৮-১৯ কে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সারা দেশের শিশুদের কাছ থেকে কিছু সুপারিশমালা সংগ্রহ করেছে। ৬৪ জেলার ৪৮০০ শিশু প্রত্যক্ষভাবে এ প্রক্রিয়ায় অংশ নিয়েছে। অর্থ মন্ত্রনালয়ের আমন্ত্রনে এনসিটিএফের কিছু নির্বাচিত সদস্য ২৩শে মে এই সুপারিশমালা নিয়ে একটি বৈঠক করে।
শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগসহ অন্তর্ভূক্তিমূলক শিক্ষাব্যবস্থা, দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের স্বাস্থ্য সেবা এবং সকল ক্ষেত্রে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে বিশেষ গুরুত্বারোপসহ বেশ কিছু বিষয়ে শিশুরা তাদের মতামত ও বাজেট বরাদ্দের দাবি তুলে ধরে অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরির কাছে।