রায়পুর ও ধানখোলা ইউনিয়ন এনসিটিএফ কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
২০ শে মে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি (পিএসকেএস) এর গাংনী উপজেলা কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাংনীর রায়পুর ও ধানখোলা ইউনিয়ন কার্যনির্বাহি কমিটির সদস্যদের এনসিটিএফ অপারেশন (পরিকল্পনা/ত্রৈয়মাসিক সভা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান) শিশু অধিকার ও সুরক্ষা নীতিমালা, জীবন দক্ষতা, এবং স্থানীয় সরকার বাজেট বিষয়ক দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির উদ্দেশ্য বর্ননা করে প্রশিক্ষণার্থীদের আগ্রহ জেনে প্রশিক্ষণটির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন জনাব আবুল কালাম আজাদ – উপ পরিচালক পিএসকেএস।
প্রশিক্ষণটিতে উক্ত বিষয়াদীর আলোকে এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার ও শিশু অধিকার সনদের বিষয় সমুহকে বিস্তাতির আলোচনা করা হয়। এছাড়াও তাদের জীবন দক্ষতার বিভিন্ন উপাদান সমূহ আলোচনা করা হয়। শিশুদের দলীয় অংশগ্রহনে এনসিটিএফ এর বিভিন্ন শাখা প্রশাখা ও লক্ষ্য অর্জন সমূহ সেই সাথে সভা পরিচালনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমুহ নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করানো করা হয়। সবশেষে শিশু বান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ এর উন্নয়ন সমন্বয় সভায় এনসিটিএফ সদস্য/প্রতিনিধিদের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও প্রতিবেদন করার প্রক্রিয়ার মাধ্যমে ইউনিয়ন এর দায়িত্ব বাহকদের সাথে পর্যবেক্ষন প্রতিবেদন এর আলোকে মতবিনিময় করা ও বাজেট সভায় শিশুদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য এনসিটিএফ সদস্যদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকণটিতে মোট ২২ জন প্রশিক্ষনার্থী, ফিল্ড ফ্যাসিলিটেটর, ফিল্ড কো-অর্ডিনেটর, উপজেলা ভলান্টিয়ার অংশগ্রহন করেন। দিন ব্যাপী প্রশিক্ষনটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও প্রশিক্ষণটি পর্যবেক্ষন করেন পিএসকেএস এর টেকনিক্যাল অফিসার জনাব হুসনা বানু রানী দিনশেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন যাচাইয়ের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি করেন।