বিভাগীয় শিশুশ্রম কল্যান পরিষদে এনসিটিএফকে অর্ন্তভুক্ত
১২ জুন মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় শিশুশ্রম কল্যান পরিষদের ৫ম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এনসিটিএফ রাজশাহী জেলার কমিটির চারজন সদস্যকে পরিষদে অর্ন্তভুক্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ নুর-উর-রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী। সভায় এনসিটিএফ জেলার বৃহৎ কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছোট ছোট কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে শিশুশ্রমিক বেশি বলে জানায়। জানানো হয় জেলায় কোন এলাকায় শিশু শ্রমিক বেশি। এনসিটিএফ কে তথ্যগুলো দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি। তিনি বলেন আগামী সভার আগে তোমাদের নিকট থেকে আরো তথ্য পাবো আশা করছি। তোমরা শিশু শ্রমকের প্রতিটি স্টেপ নিয়ে কাজ করতে পারো। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ডিআইজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদে এনসিটিএফ এর অর্ন্তভুক্তের মধ্যে দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাথে এনসিটিএফ সু-সম্পর্ক গড়ে উঠবে।