চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৯ জুন শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে এনসিটিএফ এর মতবিনিময় সভায় শিশুদের নানাবিধ সমস্যা উঠে আসে। মুক্ত আলোচনায় শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরে। এসময় শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ড. মাজহারুল ইসলাম তরু, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোহাঃ শাহ্ আলম, অব: শিক্ষক নবাবগঞ্জ সরকারী কলেজ, মোহিত কুমার দা, সভাপতি, জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ। সভায় অতিথিবৃন্দ চাঁপাইনবাবগঞ্জকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার নানা বিধ আলোচনা করেন। বিভিন্ন পরামর্শ প্রদান করেন শিশুদের। বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় জেলার এনসিটিএফ কার্যনির্বাহী কমিটিসহ ৩০ জন সাধারন সদস্য, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, সিআরপি, সেভ দ্য চিলড্রেন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ২ জুলাই ২০১৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর শিশুদের সাথে জেলা প্রশাসনের “শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। শিশুরা জেলার বিভিন্ন শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা ও শিশুদের জন্য উন্নয়ন যোগ্য বিভিন্ন বিষয়ে মতামত জেলা প্রশাসনের কাছে পেশ করেন। মাননীয় জেলা প্রশাসক শিশুদের দাবি পূরনে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরো বলেছেন, আজকের শিশুদের ভেতরে সামাজিক দায়বদ্ধতা জাগাতে হবে তারা যেনো সমাজের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরী করতে পারে। তাদের বোঝাতে হবে তারা বড় হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র বড় হবে। তারা ছোট হলে পরিবার, সমাজ,রাষ্ট্র ছোট হবে। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির যুগে তরুনরা যেমন মেধাবী তেমনি তাদের অনেকেই মাদকের মতো ভয়াল বিষয়ের সাথে যুক্ত হচ্ছে। এটা আমাদের জন্য বেদনার। বিত্তবৈভবের প্রতিযোগিতা ও মূল্যবোধের অভাবেই সমাজ নির্যাতন ও অপরাধ প্রবনতার সৃষ্টি করে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসন ও শিশু একাডেমীর সহযোগিতায় এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সভাপতি মো.ইফতেখার প্রত্যাশা। অন্যান্যের মাঝে এসময় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.শাহীনুজ্জামান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আহমেদ, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এএসএম তফিকুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন দাস, বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মো.মনির হোসেন, এনসিটিএফ এর সাবেক সভাপতি সাফায়েত জামিল নওশান, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস ও সেতারা বেগম সেতু, চাইল্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করেন।

ধন্যবাদান্তে
মোঃ ইফতেখার প্রত্যাশা
সভাপতি, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া