শরিয়তপুরে স্কলার ভ্যালী উচ্চ বিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সামাজিক দায়বদ্ধতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় ভিত্তিক দায়িত্ববাহকদের সরাসরি জবাবদিহিতা মুলক পরিকল্পনা তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সভা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরিয়তপুর এর আয়োজনে জেলার স্কলার ভ্যালী (এসভি) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গত ১১ ও ১৩ই জুন বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় ২৫ জন শিক্ষার্থীদের সাথে এবং পরবর্তী দিনে বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক,অভিভাবক সহ প্রায় ৩০ জন বড়দের সাথে শিশু অধিকার, সামাজিক দায়বদ্ধতা, এর প্রয়োজনীয়তা এবং উন্নয়ন পরিকল্পনা তৈরীর ধারনা প্রদান করা হয়। শিশুরা ও বড়রা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে আগামী ৬ মাসের উন্নয়ন লক্ষ্য ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় নিয়ে একটি পরিকল্পনা তৈরী করে যেখানে তারা তথ্য প্রদান বক্স স্থাপন, বিশুদ্ধ পানি ব্যবস্থা, লাইব্রেরী স্থাপন, প্রাথমিক চিকিৎসা বক্স, সিলিং লাগানো, ডাস্টবিন স্থাপন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে।
শিশু ও বড়দের সম্মতিতে তৈরীকৃত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং নিয়মিত পর্যবেক্ষন ও সভা করে বিদ্যালয়ের সুষ্ঠ উন্নয়ন করে শিশু বান্ধব বিদ্যালয় গঠনে অংশগ্রহনকারীরা অঙ্গীকারবদ্ধ হয়। শরিয়তপুরের অন্যান্য স্কুলগুলোতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে স্বচ্ছতা ও উন্নয়ন সাধন হবে বলে সকলে মনে করেন।