এনসিটিএফ মেহেরপুর পৌর কমিটির বিদ্যালয় পরিদর্শন

১৬ জুলাই, ২০১৮ এনসিটিএফ পৌর কমিটির সদস্যরা কমিটির সভাপতি (মুশফিকুর রহমান রিয়াদ) এর নেতৃত্বে শহীদ ক্যাপ্টেন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাথীর উপস্থিতির হার ভাল। বিদ্যালয়টি পরিষ্কার থাকার পাশাপাশি শিশুদের সুন্দরভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এনসিটিএফ শিশুরা বিদ্যালয়টি পরিদর্শনকালে মৌলিক শিক্ষা কার্যক্রম চালু থাকায় এনসিটিএফ সদস্যরা শিশুদের মধ্যে বসে মৌলিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। সেখানে শিশুদের যেভাবে খেলার মাধ্যমে এবং বিনোদনের মধ্য দিয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এনসিটিএফ এর শিশুরা বিদ্যালয়ের শিশুদের সাথে প্রায় ২ ঘন্টা সময় কাটিয়ে মৌলিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি শিশুদের এমন সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার শিক্ষিকা মুক্তার সঙ্গে কথা বলেন। মুক্তা বলেন সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এ ধরনের শিশুদের শিখাতে পেরে আমি গর্বিত এবং এখানে শিশুদের কে অক্ষর, বর্ণ মালা, শুদ্ধ বানান, সহজভাবে রিডিং পড়ার পাশাপাশি শিশুদের অতিরিক্ত সেবা দেওয়া হয় এবং ৬ মাস পর একজন শিশুর অনেক অংশে উন্নয়ন লক্ষ করা যায় যা বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীর থেকে পৃথক।   পরিদর্শন কালে উপস্থিত ছিল পৌর কমিটির সকল সদস্য, জেলা কমিটির সভাপতি, শিশু সাংবাদিকসহ সাধারণ সদস্য।

প্রাপ্তফলাফলঃ
১. শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের উপস্থিতি ভালো।
২. বিদ্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ।
৩. বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে।
৪. ছাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে।
৫. বেতরা ঘাত করা হয় না।
৬. লাইব্রেরীর রুম আছে।
৭. প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়া হয়।